নয়াদিল্লি, 25 ডিসেম্বর: ভারত ও চিন (India China Border) উভয়ই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ । রবিবার এ কথা বললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Chinese Foreign Minister Wang Yi)৷ তিনি বলেন, "চিন ও ভারত কূটনৈতিক এবং সামরিক-থেকে-সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে ৷ উভয় দেশই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ । আমরা চিন-ভারত সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বৃদ্ধির লক্ষ্যে ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ৷"
9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় ও চিনা সেনাদের (Stability in Border Areas) মধ্যে মুখোমুখি সংঘর্ষের (Faceoff between Indian Chinese Soldiers Arunachal) ঘটনার পটভূমিতে দাঁড়িয়ে আজ এই বিবৃতি দিলেন চিনের বিদেশমন্ত্রী । সেই সংঘর্ষের পরে বিদেশ মন্ত্রক (MEA) এক বিবৃতিতে বলেছে যে, ভারত ও চিন 20 ডিসেম্বর চিনের দিকে চুশুল-মোল্ডো সীমান্ত মিটিং পয়েন্টে কর্পস কমান্ডার স্তরের সপ্তদশ দফার বৈঠক করেছে এবং নিরাপত্তা ও পশ্চিম সেক্টরের মাটিতে স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছে । বিবৃতিতে বলা হয়, "অন্তর্বর্তী সময়ে উভয়পক্ষ পশ্চিম সেক্টরে স্থলভাগে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছে ৷" বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে যে, উভয় পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগে থাকতে এবং সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংলাপ বজায় রাখতে সম্মত হয়েছে ৷ যত তাড়াতাড়ি সম্ভব বাকি সমস্যাগুলির একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের প্রচেষ্টা চালাবে ভারত ও চিন, এটাও বলা হয় বিবৃতিতে ৷