বেজিং, 12 মে : চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ চিনের টিবেট এয়ারলায়েন্সের একটি যাত্রীবাহী বিমান ওড়বার সময় পিছলে গিয়ে রানওয়ে থেকে সরে যায় এবং তাতে আগুন লেগে যায় ৷ যাত্রী ও বিমানকর্মী সমেত মোট 122 জন ছিলেন ওই বিমানটিতে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই দুর্ঘটনায় 40 জনেরও বেশি মানুষ জখম হয়েছেন ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দেশের দক্ষিণ পশ্চিমে চংগকিংগ শহরে (China's Tibet Airlines skidded off the runway and caught fire injuring several) ৷
টিবেট এয়ারলায়েন্স-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি চংগকিংগ থেকে টিবেট অটোনোমাস রিজিয়নের নিনগচিতে (Chongqing to Nyingchi in Tibet Autonomous Region) যাচ্ছিল ৷ 113 জন যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপদে বের করে আনা হয়েছে ৷ চিনের একটি সংবাদমাধ্যম অনুযায়ী, আহতদের ক্ষত খুব একটা জোরালো নয় ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷