বেজিং, 7 জানুয়ারি: চিনে করোনা সংক্রমণ নিয়ে সরকারি নীতির সমালোচনার কারণে 1,000 টিরও বেশি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে (China Suspended One Thousands Social Media Accounts) ৷ বলা হচ্ছে লকডাউনের কড়াকড়ি বিধিনিষেধ তুলে জনজীবনকে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে ৷ আর সেই কারণেই সোশাল মিডিয়ায় সরকারি নীতি নিয়ে সমালোচনা করায় এক হাজারের উপরে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ চিনের জনপ্রিয় সিনা ওয়েইবো সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে থাকা বিশেষজ্ঞ, অধ্যাপক এবং চিকিৎসা কর্মীদের উপর 12,854টি নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে ৷ সেই ভিত্তিতে 1,120টি অ্যাকাউন্টে অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে সরকার ৷
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কঠোর লকডাউন, কোয়ারেন্টাইন ব্যবস্থা এবং গণ পরীক্ষার করানোর জন্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপর মূলত নির্ভর করেছিল ৷ আর এই নিয়মগুলি সবক’টিই গত মাসে হঠাৎ করে তুলে নেওয়া হয়েছিল সরকারের তরফে ৷ যার ফলে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে এবং স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপকভাবে চাপ তৈরি হয় ৷ এমনকি প্রকাশ্য সমালোচনা এবং বাক স্বাধীনতার উপরেও বিধিনিষেধ আরোপ করা হয় ৷