ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

China Suspended Social Media Accounts: চিনে করোনা নীতির সমালোচনা, বন্ধ হাজারের উপর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট - COVID Policy Critics

চিনে সোশাল মিডিয়ায় হাজারের উপর অ্যাকাউন্ট ব্যান (China Suspended Social Media Accounts) করা হল ৷ সরকারের করোনা নীতির সমালোচনা (COVID Policy Critics) করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ যেখানে শিক্ষাবিদ, চিকিৎসক ও সমাজের বিভিন্ন স্তরের লোকজন রয়েছে ৷

China Suspended One Thousands Social Media Accounts ETV BHARAT
China Suspended One Thousands Social Media Accounts
author img

By

Published : Jan 7, 2023, 8:50 PM IST

বেজিং, 7 জানুয়ারি: চিনে করোনা সংক্রমণ নিয়ে সরকারি নীতির সমালোচনার কারণে 1,000 টিরও বেশি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে (China Suspended One Thousands Social Media Accounts) ৷ বলা হচ্ছে লকডাউনের কড়াকড়ি বিধিনিষেধ তুলে জনজীবনকে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে ৷ আর সেই কারণেই সোশাল মিডিয়ায় সরকারি নীতি নিয়ে সমালোচনা করায় এক হাজারের উপরে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ চিনের জনপ্রিয় সিনা ওয়েইবো সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে থাকা বিশেষজ্ঞ, অধ্যাপক এবং চিকিৎসা কর্মীদের উপর 12,854টি নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে ৷ সেই ভিত্তিতে 1,120টি অ্যাকাউন্টে অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে সরকার ৷

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কঠোর লকডাউন, কোয়ারেন্টাইন ব্যবস্থা এবং গণ পরীক্ষার করানোর জন্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপর মূলত নির্ভর করেছিল ৷ আর এই নিয়মগুলি সবক’টিই গত মাসে হঠাৎ করে তুলে নেওয়া হয়েছিল সরকারের তরফে ৷ যার ফলে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে এবং স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপকভাবে চাপ তৈরি হয় ৷ এমনকি প্রকাশ্য সমালোচনা এবং বাক স্বাধীনতার উপরেও বিধিনিষেধ আরোপ করা হয় ৷

আর সেই পরিপ্রেক্ষিতে সিনা ওয়েইবো সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘‘তাঁরা সরকারের সমালোচনামূলক সবরকম পোস্ট বাছাই করে মুছে দিচ্ছে এবং এনিয়ে লাগাতার তদন্ত জারি রেখেছে ৷ যাতে এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা বন্ধুত্বপূর্ণ ও সম্প্রীতির একটা পরিবেশ তৈরি করা যায় ৷’’ সমালোচনা মূলত উন্মুক্ত ভ্রমণ বিধিনিষেধের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে যা দেখেছে যে লোকেরা কয়েক সপ্তাহ ধরে তাদের বাড়িতে সীমাবদ্ধ ছিল, কখনও কখনও পর্যাপ্ত খাবার বা চিকিত্সা যত্ন ছাড়াই ৷

আরও পড়ুন:চিনাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম বলেই কি করোনার এত দাপাদাপি ?

উল্লেখ্য, সোশাল মিডিয়ায় মূলত সমালোচনা নাগরিকদের চলাফেরার উপর বিধিনিষেধ তুলে নেওয়া নিয়েই হয়েছিল ৷ আর যার পরেই লোকজন গত একসপ্তাহ ধরে নিজেদের ইচ্ছে মতো চলাফেরা শুরু করে ৷ এমনকি কোনও ব্যক্তি করোনা পজিটিভ এলে এবং তাঁর সংস্পর্শে আসা লোকজনকে যেখানে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে, সেই জায়গাটিও অত্যধিক ভিড়ে ঠাঁসা ৷ যা নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা হয় ৷ আর তার পরেই সোশাল মিডিয়ায় প্রায় 1 হাজারের উপর অ্যাকাউন্টের কয়েকটি সাময়িক ও পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details