বেজিং, 22 মে : রাশিয়ার ডিসকাউন্টে তেল কিনছে চিন ৷ হ্যাঁ, এমন খবরই ঘুরছে আন্তর্জাতিক বাজারে ৷ একদিকে ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়া যখন একা, তখনই পুতিনের সঙ্গে সম্পর্কটা পোক্ত করতে চাইছে চিন ৷ শুক্রবার চিনের বিদেশ মন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েনবিন (Wang Wenbin) বলেন, "চিন এবং রাশিয়া স্বাভাবিক ব্যবসা বাণিজ্য চালিয়ে যাবে ৷ দু'পক্ষের সম্মান, সাম্যতা এবং পারস্পরিক সুবিধে বজায় রেখে ৷"
নিষেধাজ্ঞার মাধ্যমে কোনও সমস্যার সমাধান হতে পারে, এ তত্ত্বে বিশ্বাসী নয় চিন ৷ চিনের দাবি, এটা "ভিত্তিহীন আন্তর্জাতিক আইন"-এর ফল ৷ ওয়েনবিন বলেন, "নিষেধাজ্ঞা যে শুধুমাত্র সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে তাই নয়, নতুন জটিলতা তৈরি করেছে ৷ এটা প্রমাণিত ৷"
আমেরিকা এবং ব্রিটেন রাশিয়ার তেল কেনায় নিষেধাজ্ঞা জারি করেছে ৷ ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েনও একই ঘোষণা করে বলেন, "পুতিনকে মূল্য চোকাতে হবে ৷ রাশিয়াকে তার নৃশংস আগ্রাসনের জন্য যথেষ্ট দাম দিতে হবে ৷"