নয়াদিল্লি, 8 মে : যুদ্ধের ছাউনি নয়, গবেষণাগার স্থাপন করল চিন ৷ তাও বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের 8 হাজার 800 মিটার উচ্চতায় চিন-নেপাল আন্তর্জাতিক সীমান্তের কাছে ! 4 মে, বুধবার চিনের অ্যাকাডেমি ও সায়েন্স-এর তত্ত্বাবধানে টিবেটান প্লেটু রিসার্চ (Tibetan Plateau Research, ITP) বা আইটিপি-র 13 জন বিজ্ঞানী, গবেষক মিলে এই স্টেশনটির সূচনা করেন ৷ যেখানে যন্ত্রপাতির ওজন মাত্র 50 কেজি ৷ 8 হাজার 848 মিটার উচ্চতাবিশিষ্ট এভারেস্টের উত্তরাঞ্চলে ঠিক নিচে ৷
এর আগে 2019-এ আমেরিকা ও ব্রিটিশ বিজ্ঞানী, গবেষকরা মিলে যৌথ ভাবে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের দক্ষিণে 8 হাজার 430 মিটার উচ্চতায় একটি বৈজ্ঞানিক স্টেশন তৈরি করেছিলেন ৷ দুনিয়ার অন্যতম শক্তিশালী দেশ চিন সেই রেকর্ড ভেঙে দিয়েছে ৷ এভারেস্টের 8 হাজার মিটারেরও বেশি উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ বৈজ্ঞানিক স্টেশনে চিন কী করবে ? দেশটা চিন, তাই এ কি যুদ্ধের নতুন কোনও কৌশল (China establishes scientific station on Mount Everest raises query over Lithium storage in the Highest Mountain) ?
'আর্থ সামিট 2022' শীর্ষক প্রজেক্টের অধীনে এই সাম্প্রতিক বৈজ্ঞানিক স্টেশনটি অষ্টম ৷ এ বছরের প্রথম দিকে 7 হাজার 28 মিটার, 7 হাজার 790 মিটার, 8 হাজার 300 মিটার উচ্চতায় তিনটি স্টেশন স্থাপন করেছে চিন ৷ 2021-এ 5 হাজার 200 মিটার থেকে 6 হাজার 500 মিটার উচ্চতার মধ্যে চারটি স্টেশন আগেই তৈরি করে ফেলেছে শি জিনপিং সরকার (Xi Jinping) ৷ এই স্টেশনগুলি থেকে নাকি উচ্চ অক্ষাংশের আবহাওয়া পর্যবেক্ষণ করবে চিনের বৈজ্ঞানিক, গবেষকেরা ৷ এছাড়া হিমবাহ কতটা গলছে, কেন হচ্ছে ? সে সব হিসেবনিকেশও করা হবে, বিজ্ঞানীদের উক্তি তুলে ধরে জানিয়েছে চিনের সরকারি সংবাদমাধ্যম ৷ শুধুই কি তাই ? নাকি এর নেপথ্যে রয়েছে এভারেস্টের লিথিয়াম ভাণ্ডার ?
আরও পড়ুন : China's minister to Visit India : লাদাখ বিবাদে তিক্ত সম্পর্ক, তবে খুব শিগগিরি ভারতে চিনের বিদেশমন্ত্রী !