পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Chinese Plane Crash : চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বোয়িং বিমান দুর্ঘটনা ইচ্ছাকৃত, বলছে ব্ল্যাক বক্স - ব্ল্যাক বক্স

21 মার্চ চিনের উঝাউয়ের কাছে একটি বিমান ভেঙে পড়ে ৷ তাতে আগুন লেগে গিয়েছিল ৷ 132 জন যাত্রীর মধ্যে কাউকে জীবিত পাওয়া যায়নি ৷ ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে (Chinese Plane Crash) ৷

China Plane Crash
চিনের উঝাউয়ের কাছে বিমান দুর্ঘটনা

By

Published : May 18, 2022, 10:34 AM IST

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি :ইচ্ছে করেবিমান নিচে নামিয়ে দুর্ঘটনা ঘটানো হয়েছে, এমনটাই জানাচ্ছে বেশ কিছু সংবাদমাধ্যম ৷ ব্ল্যাক বক্স নাকি সে কথাই বলছে ৷ এ বছর 21 মার্চ চায়না ইস্টার্ন বোয়িং 737-800 বিমান দুর্ঘটনায় 132 জন যাত্রী প্রাণ হারান ৷ দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশের কুনমিং থেকে গুয়াংশি যাত্রা শুরু করে উঝাউয়ের কাছে আগুন ধরে যায় বিমানটিতে (China Eastern Boeing Crash Intentional as Black Box data suggests) ৷

উড়ান ট্রাক করা ওয়েবসাইট ফ্লাইটরেডার24-এর (FlightRadar24.com) দেওয়া তথ্য অনুযায়ী, চিনের ইস্টার্ন ফ্লাইট-5735 ছিল 30 হাজার ফুট উচ্চতায় ৷ হঠাৎ বেলা 2.20 মিনিটের পর বিমানটি 455 নট ক্রুজ অলটিচিউড গতিতে নিচে নামতে থাকে ৷ উঝাউয়ের দক্ষিণ-পশ্চিমে আসতেই বিমানটি ডেটা দেওয়া বন্ধ করে দেয় ৷ 2015 সালের জুনে বোয়িং এই বিমানটি চিনকে দিয়েছিল, ছ'বছরেরও বেশি সময় ধরে উড়েছে ৷ বোয়িং 737-800 চিনের ইস্টার্ন এয়ারলায়েন্স-এর অন্যতম গুরুত্বপূর্ণ বাহন ৷

আরও পড়ুন : Chinese Airline Crash Update : চিনে ভেঙে পড়া বিমানের 132 জনের কেউই বেঁচে নেই !

এর দু'টি ইঞ্জিন সিঙ্গল-আইজল বোয়িং 737 বিশ্বের অন্য়তম জনপ্রিয় ছোট্ট এবং মাঝারি ধরনের যাত্রার জন্য ৷ এই সাধারণ এয়ারক্রাফ্টের একাধিক ভার্সন চালায় চিন ইস্টার্ন ৷ যার মধ্যে 737-800 এবং 737 ম্যাক্স রয়েছে ৷ 2020-র জানুয়ারিতে বোয়িং 737-800 ভেঙে পড়ে ৷

ABOUT THE AUTHOR

...view details