বেজিং, 15 জানুয়ারি: করোনা নিয়ে শেষমেশ কিছু তথ্য প্রকাশ করল চিন ৷ বেজিংয়ের দাবি, গত বছরের ডিসেম্বর মাসের প্রথম থেকে হঠাৎই নতুন করে দেশে কোভিডের বাড়বাড়ন্ত শুরু হয় ৷ বিভিন্ন হাসপাতালে ভিড় বাড়তে থাকে করোনা আক্রান্তদের ৷ এই সময়সীমার মধ্যে এখনও পর্যন্ত চিনে প্রায় 60 হাজার মানুষের মৃত্যু হয়েছে (60 Thousand People Lost Lives by Coronavirus) ৷ সরকারের আরও দাবি, এই দফায় করোনার চূড়ান্ত সংক্রমণের ধাপ ইতিমধ্যেই পেরিয়ে এসেছে চিন ৷ তাদের পক্ষ থেকে গত কয়েক সপ্তাহের আংশিক করোনা রিপোর্টও প্রকাশ করা হয়েছে ৷ যদিও বিভিন্ন সূত্রের দাবি, এই হিসাবে নাকি জল মেশানো রয়েছে ! করোনায় আক্রান্ত ও প্রয়াতদের সংখ্যা (Covid Deaths in China) সরকার কমিয়ে দেখাচ্ছে বলেও নানা মহলে অভিযোগ উঠতে শুরু করেছে ৷
বেজিং প্রশাসনের দাবি হল, সাম্প্রতিক এই সময়সীমার মধ্যে চিনে শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে 5 হাজার 503 জনের ৷ এছাড়া, কোমর্বিডিটি রয়েছে এমন বহু মানুষ এই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে 54 হাজার 435 জনের ৷ গত বছরের ডিসেম্বরের 8 (আট) তারিখ থেকে এই হিসাব দেওয়া হয়েছে ৷ একইসঙ্গে জানানো হয়েছে, এই রিপোর্টে মৃত্যুর যে তথ্যভাণ্ডার প্রকাশ করা হয়েছে, তা হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের মৃত্যুর পরিসংখ্যান ৷ অর্থাৎ এই সময়সীমার মধ্য়ে যে করোনা আক্রান্তরা বাড়িতে মারা গিয়েছেন, তাঁদের এই তালিকায় যোগ করা হয়নি ৷ এবং সরকারের তরফেও সেটা মেনে নেওয়া হয়েছে ৷