ন্যাশভিল (মার্কিন যুক্তরাষ্ট্র), 27 মার্চ: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা ৷ সোমবার ন্যাশভিল শহরে শিশুদের একটি কনভেন্ট স্কুলে হামলা চালাল এক বন্দুকবাজ ৷ পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আততায়ীর মৃত্যু হলেও ততক্ষণে তিন শিশুর প্রাণ চলে গিয়েছে ৷ প্রত্যেকেরই বন্দুকের গুলিতে প্রাণ গিয়েছে বলে খবর ৷ গুরুতর জখম অবস্থায় গুলিবিদ্ধ তিন পড়ুয়াকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি (Children killed in shooting at Nashville private school in US) ৷ ঘটনায় আর কোনও শিশু পড়ুয়ার জখম হওয়ার খবর এখনও পর্যন্ত নেই ৷
ঘটনার অনতিপরেই বন্দুকবাজ আততায়ীর মৃত্যু হওয়ায় পুলিশি নিরাপত্তায় স্কুল থেকে নিরাপদে অভিভাবকদের হেফাজতে পৌঁছে দেওয়া হয় বাকি পড়ুয়াদের ৷ তবে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু নাকি ওই বন্দুকবাজ আত্মঘাতী হয়েছেন; সে ব্যাপারে কোনও স্পষ্ট ইঙ্গিত এখনও মেলেনি ৷ জানা গিয়েছে, পুলিশি ঘেরাটোপে খুদে পড়ুয়াদের সংলগ্ন একটি গির্জায় নিয়ে যাওয়া হয় ৷ অন্যান্যদিনের মতোই সোমবার সকালে রীতি মেনে চলছিল স্কুল ৷ হঠাতই স্কুলে গুলির শব্দে তটস্থ হয়ে পড়ে সাধারণ মানুষ ৷ সংশ্লিষ্ট স্কুলে কর্মরতা একজন স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি একটি কাজের জন্য সাময়িক স্কুলের বাইরে পা রেখেছিলেন ৷ ফেরার পথে স্কুল থেকে গুলিচালনার শব্দ শুনতে পান তিনি ৷