লন্ডন, 9 সেপ্টেম্বর: ব্রিটেনের রাজা হিসেবে প্রথম বাকিংহাম প্যালেসে (Buckingham Palace) এলেন রাজা তৃতীয় চার্লস (Charles to be formally proclaimed king)৷ শুক্রবার স্কটল্যান্ড থেকে লন্ডন উড়ে এসে রাজকীয় রোলস-রয়েসে চড়ে রাজপ্রাসাদে যান তিনি ৷ বাকিংহাম প্যালেসের প্রবেশদ্বারে তাঁর গাড়ি পৌঁছতেই তাঁকে অভিবাদন জানান বিপুল সংখ্যক জনতা (Charles at Buckingham Palace)৷ গাড়ি থেকে বেরিয়ে এসে সবাইকে শুভেচ্ছা জানান রাজা ৷ অনেককেই বলতে শোনা যায়, 'থ্যাংক ইউ চার্লস' ৷ কেউ আবার বলেন, 'ওয়েলডান চার্লি'৷ স্লোগান ওঠে 'ঈশ্বর রাজাকে রক্ষা করুন ৷'
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর তৃতীয় চার্লসকেই পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করা হবে ৷ সেন্ট জেমস প্যালেসের অ্যাক্সেশন কাউন্সিলের বৈঠকে শনিবার আনুষ্ঠানিক ভাবে রাজা হিসেবে ঘোষিত হবে চার্লসের নাম ৷ বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছে যে, শনিবার সকাল 10টা নাগাদ সেন্ট জেমস প্যালেসের স্টেট অ্যাপার্টমেন্টে হবে এই অনুষ্ঠান ৷
রানির স্বাস্থ্যের অবনতি হওয়ার খবর পেয়েই রাজপরিবারের অন্যান্য সিনিয়র সদস্যরাও তাঁর পাশে ছুটে আসেন ৷ যাঁদের মধ্যে ছিলেন সিংহাসনের পরবর্তী দাবিদার প্রিন্স উইলিয়ামও । তাঁর ভাই প্রিন্স হ্যারি আজ সকালে সবার আগে রাজপরিবারের স্কটিশ বাসভবন থেকে বেরিয়ে অ্যাবারডিন থেকে লন্ডনে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে ওঠেন ৷ তিনি একাই স্কটল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন । প্রিন্স উইলিয়াম তাঁর বাবার সঙ্গে আসেননি ৷ কারণ এটি একটি রাজকীয় প্রোটোকল যে রাজা এবং সিংহাসনের উত্তরাধিকারী একসঙ্গে ভ্রমণ করবেন না ৷
আরও পড়ুন:70 বছরের রাজত্বের অবসান, প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ
বৃহস্পতিবারই চিকিৎসকরা রানির শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে তাঁকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন ৷ তারপরই আসে দুঃসংবাদ ৷ তাঁর 4 সন্তান- রাজপুত্র চার্লস (72), প্রিন্সেস অ্যান (72), প্রিন্স অ্যান্ড্রিউ (62), প্রিন্স এডওয়ার্ড (58) দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের খবর পাওয়া মাত্র বালমোরালের স্কটিশ হাইল্যান্ডে পৌঁছন ৷ আসেন চার্লসের দুই পুত্র উইলিয়াম এবং প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাওয়া হ্যারিও ৷ দু'দিন আগেই রানি লিজ ট্রাসকে দেশের 15তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন ৷