লন্ডন, 25 মে: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির প্রধান ফটকে সজোরে ধাক্কা দিল গাড়ি ৷ লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটের বাড়িতে থাকেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ আর সেই বাড়ির মূল গেটেই এদিন ধাক্কা মারে একটি গাড়ি ৷ যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে মূল ফটক ৷ ঘটনায় বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির গেটে এই ধাক্কায় তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ এই ঘটনায় তৎপর হয়েছে মেট্রোপলিটন পুলিশ ৷
10 ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের অফিস এবং বাড়ি দুই একসঙ্গে রয়েছে ৷ মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এদিন আনুমানিক বিকাল সাড়ে চারটে (স্থানীয় সময়) নাগাদ হোয়াইট হলের ডাউনিং স্ট্রিটের গেটে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি ৷ লোহার গেটের সঙ্গে গাড়ির সংঘর্ষে চূড়ান্ত ক্ষতিগ্রস্থ হয়েছে প্রধানমন্ত্রীর বাড়ির গেট। পুলিশ সূত্রে খবর, অপরাধমূলক কাজ এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর সন্দেহে ঘটনাস্থলেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনায় হতা-হতের কোনও খবর নেই বলেই জানাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মোট্রোপলিটন পুলিশ ৷ তবে কী কারণে এই ঘটনা সে বিষয়ে এখনই কোনও কিছু নিশ্চিত করেনি পুলিশ ৷