পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Temple Vandalised in Canada: কানাডায় মন্দিরে ভাঙচুর, মিলল ভারত-বিরোধী গ্রাফিতি - কানাডায় মন্দির ভাঙচুর

কানাডার অন্টারিওর উইন্ডসরে একটি মন্দিরে ভাঙচুর চালানোর পাশাপাশি সেখানে আঁকা হয়েছে ভারত-বিরোধী গ্রাফিতি ৷ উইন্ডসর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Temple Vandalised in Canada ETV Bharat
কানাডায় মন্দিরে ভাঙচুর

By

Published : Apr 6, 2023, 11:16 AM IST

ওটাওয়া (কানাডা), 6 এপ্রিল: কানাডার অন্টারিওর উইন্ডসরে একটি মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে ৷ সেখান থেকে মিলেছে ভারত-বিরোধী গ্রাফিতি ৷ উইন্ডসর পুলিশ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে । "ঘৃণা-প্রণোদিত ঘটনা" হিসাবে উল্লেখ করে এই ঘটনার তদন্ত শুরু করেছে উইন্ডসর পুলিশ ৷ এই ঘটনায় দুজন সন্দেহভাজনের খোঁজ চলছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, ঘৃণা-প্রণোদিত ভাঙচুরের খবর পাওয়ার পর পুলিশ কর্মীদের 5 এপ্রিল ওই মন্দিরে পাঠানো হয়েছে ।

বিবৃতিতে উইন্ডসর পুলিশ জানিয়েছে, 5 এপ্রিল নর্থওয়ে অ্যাভিনিউর 1700 ব্লকের একটি মন্দিরে ঘৃণা-প্রণোদিত ভাঙচুরের খবর পাওয়ার পর অফিসারদের সেখানে পাঠানো হয়েছে । অফিসাররা বিল্ডিংয়ের বাইরের দেওয়ালে কালো রঙ ছিটানো হিন্দু-বিরোধী এবং ভারত-বিরোধী গ্রাফিতি দেখতে পান ।

তদন্ত চালাতে গিয়ে পুলিশ আধিকারিকরা একটি ভিডিয়ো পেয়েছেন যেটিতে দু'জন সন্দেহভাজন লোককে রাত 12টার (স্থানীয় সময়) পরে এলাকায় দেখা যাচ্ছে । উইন্ডসর পুলিশ বিবৃতিতে বলেছে, ওই ভিডিয়োতে একজন সন্দেহভাজন ব্যক্তিকে ভবনের দেওয়ালে ভাঙচুর করতে দেখা যাচ্ছে এবং অন্যজন পাহারা দিচ্ছিল ।

পুলিশ আরও জানিয়েছে যে, ঘটনার সময় সন্দেহভাজন একজনের পরনে একটি কালো সোয়েটার, বাঁ পায়ে একটি ছোট সাদা লোগো-সহ কালো প্যান্ট এবং কালো ও সাদা জুতো পরতে দেখা গিয়েছে । দ্বিতীয় সন্দেহভাজনের পরনে ছিল কালো প্যান্ট, একটি সোয়েটশার্ট, কালো জুতো এবং সাদা মোজা ৷

উইন্ডসর পুলিশ সন্দেহভাজনদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ জোগাড়ের জন্য মন্দিরের আশপাশের বাসিন্দাদের রাত 11 টা- 1 টা (স্থানীয় সময়) এর মধ্যে তাঁদের বাড়ির আশপাশে নজরদারি চালানোর জন্য আহ্বান জানিয়েছে । কারও কাছে এই ঘটনার বিষয়ে কোনও তথ্য থাকলে মর্ট্যালিটি ইউনিটে ফোন করার আবেদন করেছে পুলিশ ৷

এর আগে, ফেব্রুয়ারিতে কানাডার মিসিসাগায় রামমন্দিরে ভারত-বিরোধী গ্রাফিতি দিয়ে ভাঙচুর করা হয় । টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল মন্দিরে ভাঙচুরের নিন্দা করেছিলেন এবং কানাডিয়ান কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত করার জন্য ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন ৷

জানুয়ারিতে ব্রাম্পটনের একটি হিন্দু মন্দিরকে ভারত-বিরোধী গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছিল যা ভারতীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দেয় । টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল গৌরী শঙ্কর মন্দিরে ভাঙচুরের নিন্দা করে বলেছিলেন যে, এই কাজটি কানাডায় ভারতীয় সম্প্রদায়ের অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে ।

আরও পড়ুন:কানাডার ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরে ভারত বিরোধী গ্রাফিতি

ABOUT THE AUTHOR

...view details