লন্ডন, 11 জুন:এখনই কানাডা ছাড়তে হচ্ছে না 700 ভারতীয় পড়ুয়াকে ৷ তাঁদের নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছিল জাস্টিন ট্রুডো প্রশাসন ৷ তারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা ৷ এরপর আম আদমি পার্টির সাংসদ তথা বিশ্ব পঞ্জাবি সংস্থার আন্তর্জাতিক সভাপতি বিক্রমজিৎ সিং সাহনির অনুরোধে ও বিদেশমন্ত্রকের তৎপরতায় কানাডা সরকার 700 ভারতীয় পড়ুয়ার নির্বাসনের সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ৷ বিক্রমজিৎ সিং সাহনি বলেছেন যে, ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় এবং তাঁর অনুরোধে কানাডা সরকার অস্থায়ীভাবে 700 জন শিক্ষার্থীকে নির্বাসন করার সিদ্ধান্ত স্থগিত রেখেছে ।
তিনি জানান, "আমরা তাদের কাছে চিঠি লিখেছি এবং আমরা তাদের বুঝিয়েছি যে এই পড়ুয়ারা কোনও জালিয়াতি করেনি । কিছু অননুমোদিত এজেন্ট ভুয়ো ভর্তির চিঠি এবং অর্থপ্রদানের রসিদ প্রদান করায় পড়ুয়ারা প্রতারণার শিকার হন । কোনও রকম যাচাই-বাছাই ছাড়াই ভিসার আবেদন করা হয়েছে । তারপরে যখন পড়ুয়ারা সেখানে পৌঁছেছিল, অভিবাসন বিভাগও তাঁদের প্রবেশের অনুমতি দেয় ৷" সাহনির দাবি, শিক্ষার্থীরা কোনও ভুল করেননি । তাঁরাও প্রতারণার শিকার ৷ সাহনি আরও জানিয়েছেন যে, বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে ।
পঞ্জাবের এনআরআই বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়ালও কানাডায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা এবং ভারতে কানাডার হাইকমিশনার ক্যামেরন ম্যাকেকে চিঠি লিখে কানাডায় নির্বাসনের মুখে পড়া 700 জন শিক্ষার্থীর সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন ।