পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indian Students Deportation Row: সিদ্ধান্ত স্থগিত, এখনই কানাডা ছাড়তে হবে না 700 ভারতীয় পড়ুয়াকে

কানাডা থেকে 700 ভারতীয় পড়ুয়াকে আপাতত নির্বাসিত করা হবে না । সেখানকার সরকার এই নির্বাসনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে । বলা হয়েছে, আম আদমি পার্টির সাংসদ বিক্রমজিৎ সিং সাহনির নির্দেশেই কানাডা সরকার এই কাজ করেছে ।

Indian Students Deportation Row
Indian Students Deportation Row

By

Published : Jun 11, 2023, 3:39 PM IST

লন্ডন, 11 জুন:এখনই কানাডা ছাড়তে হচ্ছে না 700 ভারতীয় পড়ুয়াকে ৷ তাঁদের নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছিল জাস্টিন ট্রুডো প্রশাসন ৷ তারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা ৷ এরপর আম আদমি পার্টির সাংসদ তথা বিশ্ব পঞ্জাবি সংস্থার আন্তর্জাতিক সভাপতি বিক্রমজিৎ সিং সাহনির অনুরোধে ও বিদেশমন্ত্রকের তৎপরতায় কানাডা সরকার 700 ভারতীয় পড়ুয়ার নির্বাসনের সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ৷ বিক্রমজিৎ সিং সাহনি বলেছেন যে, ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় এবং তাঁর অনুরোধে কানাডা সরকার অস্থায়ীভাবে 700 জন শিক্ষার্থীকে নির্বাসন করার সিদ্ধান্ত স্থগিত রেখেছে ।

তিনি জানান, "আমরা তাদের কাছে চিঠি লিখেছি এবং আমরা তাদের বুঝিয়েছি যে এই পড়ুয়ারা কোনও জালিয়াতি করেনি । কিছু অননুমোদিত এজেন্ট ভুয়ো ভর্তির চিঠি এবং অর্থপ্রদানের রসিদ প্রদান করায় পড়ুয়ারা প্রতারণার শিকার হন । কোনও রকম যাচাই-বাছাই ছাড়াই ভিসার আবেদন করা হয়েছে । তারপরে যখন পড়ুয়ারা সেখানে পৌঁছেছিল, অভিবাসন বিভাগও তাঁদের প্রবেশের অনুমতি দেয় ৷" সাহনির দাবি, শিক্ষার্থীরা কোনও ভুল করেননি । তাঁরাও প্রতারণার শিকার ৷ সাহনি আরও জানিয়েছেন যে, বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে ।

পঞ্জাবের এনআরআই বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়ালও কানাডায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা এবং ভারতে কানাডার হাইকমিশনার ক্যামেরন ম্যাকেকে চিঠি লিখে কানাডায় নির্বাসনের মুখে পড়া 700 জন শিক্ষার্থীর সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন ।

আরও পড়ুন:বিশ্বে প্রথম ! কানাডার প্রতি সিগারেটে থাকবে সতর্কীকরণ

পঞ্জাবের তথ্য ও জনসংযোগ বিভাগ অনুসারে, তাঁর চিঠিতে ধালিওয়াল বলেছেন, কানাডার কলেজগুলির জাল স্বীকৃতি পত্রের কারণে কানাডা থেকে 700জনেরও বেশি শিক্ষার্থীকে যে নির্বাসন দেওয়া হয়েছে সে দিকে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে । এটি উল্লেখ করা প্রাসঙ্গিক যে, এই শিক্ষার্থীরা নির্দোষ এবং প্রতারক চক্রের দ্বারা প্রতারিত হয়েছে ৷ এই প্রতারণায় ট্রাভেল এজেন্ট, ভারতে কানাডিয়ান দূতাবাসের কর্মকর্তা এবং কানাডার অন্যান্য সংস্থা জড়িত । তিনি এ ব্যাপারে তাঁদের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন । চিঠিতে তাঁর আর্জি, "বিষয়টি ব্যক্তিগতভাবে দেখা হলে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব । শিক্ষার্থী ও তাঁদের পরিবার ভবিষ্যৎ হুমকির মুখে । ওই ছাত্রদের নির্বাসন থেকে যাতে বাঁচানো যায়, সে জন্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি ৷"

এর আগে 7 জুন, পঞ্জাবের এনআরআই বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল কেন্দ্রের কাছে 700 ভারতীয় পড়ুয়ার নির্বাসনের বিষয়টি সমাধানের জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছিলেন ৷ এই নিযে কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

ABOUT THE AUTHOR

...view details