অটোয়া, 20 সেপ্টেম্বর: ভারত সফর নিয়ে কানাডিয়ান নাগরিকদের জন্য পরামর্শ জারি করেছে জাস্টিন ট্রুডোর সরকার ৷ যেখানে ভারত সফরে গেলে নাগরিকদের 'উচ্চ স্তরের সতর্কতা অবলম্বন করার' পরামর্শ দিয়েছে কানাডা সরকার ৷ আর এই নির্দেশিকা মঙ্গলবার থেকে ভারত ও কানাডা সরকারের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক অচলাবস্থার কারণে জারি করা হয়েছে বলে মনে করছে কূটনীতিকরা ৷
মূলত জম্মু ও কাশ্মীর ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ: কানাডা সরকারের ওই নির্দেশিকায় বলা হয়েছে, সেদেশের নাগরিকরা যাতে জম্মু ও কাশ্মীর সফর এড়িয়ে চলেন ৷ কারণ সেখানে কানাডিয়ান নাগরিকদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে ৷ এই নির্দেশিকার মাধ্যমে কানাডা সরকার কার্যত জম্মু ও কাশ্মীরের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ৷ সেখানে আরও বলা হয়েছে, জম্মু -কাশ্মীরে সন্ত্রাস, চরমপন্থা, নাগরিক অস্থিরতা এবং অপহরণের আশংকা রয়েছে ৷ তবে, কানাডিয়ান নাগরিকদের উদ্দেশ্যে জারি করা ওই নির্দেশিকা ভারতের অন্য কোনও রাজ্যে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছে কানাডা সরকার ৷ সেই সঙ্গে ভারতে কোনওরকম জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে জাস্টিন ট্রুডো সরকার ৷
তবে, জাস্টিন ট্রুডো দাবি করছেন, তাঁরা কখনোই ভারত সরকারকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে না ৷ খালিস্তানি জঙ্গি তথা কানাডিয়ান নাগরিকত্ব পাওয়া হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর পিছনে ভারতীয় গুপ্তচর জড়িত রয়েছে ৷ এই অভিযোগে গতকাল ভারতের এক শীর্ষ কূটনীতিককে বরখাস্ত করেছে কানাডার বিদেশমন্ত্রক ৷ যার জবাবে, ভারতের বিদেশমন্ত্রক কানাডার রাষ্ট্রদূতকে গতকাল ডেকে পাঠায় ৷ সেখানে ভারতও পালটা জবাব দিয়ে কানাডার এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে ৷