পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Canada on Punjab Situation: 'পঞ্জাবের দিকে আমাদের নজর রয়েছে', অমৃতপাল ইস্যুতে মন্তব্য কানাডার বিদেশমন্ত্রীর - অমৃতপাল সিং

পঞ্জাবের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কানাডা (Canada on Punjab Situation) ৷ অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে হওয়া অভিযান নিয়ে কী মন্তব্য করলেন দেশের বিদেশমন্ত্রী মেলানি জোলি (Melanie Joly on Crackdown Against Amritpal Singh) ?

Canada Foreign Minister Melanie Joly comments on Crackdown Against Amritpal Singh
ফাইল ছবি

By

Published : Mar 25, 2023, 7:10 PM IST

টরোন্টো, 25 মার্চ:পঞ্জাবের পরিস্থিতির উপর সর্বদা নজর রাখছে কানাডা ৷ খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে চলা পুলিশের অভিযান ও ধরপাকড় নিয়ে একথা বললেন কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি (Melanie Joly on Crackdown Against Amritpal Singh) ৷ তিনি জানিয়েছেন, কানাডা সরকার শিখ সম্প্রদায়ের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ৷ ভবিষ্য়তেও বিভিন্ন ইস্যুতে শিখ সম্প্রদায়ের হয়ে সওয়াল করবে ৷

গত বৃহস্পতিবার কানাডার হাউস অফ কমনসে ভারতীয় বংশোদ্ভূত এমপি ইকবিন্দর এস গাহিরের একটি প্রশ্নের উত্তরে উপরোক্ত মন্তব্যটি করেন মেলানি ৷ তিনি বলেন, "পঞ্জাবে যা ঘটে চলেছে, সেই সম্পর্কে আমরা ওয়াকিবহাল ৷ আমরা পরিস্থিতির উপর প্রত্যেক মুহূর্তে নজর রাখছি ৷ আমাদের আশা, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে ৷ ওই সম্প্রদায়ের মানুষের যাতে স্বার্থক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করতে কানাডা সরকার বারবার আওয়াজ তুলবে ৷ এই বিষয়ে কানাডার নাগরিকরা সরকারের উপর ভরসা করতে পারেন ৷"

হাউস অফ কমনসে দাঁড়িয়েই পঞ্জাবের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইকবিন্দর ৷ তিনি বলেন, পঞ্জাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা তিনি জানেন ৷ সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে যাতে হাউসের সদস্যদের ওয়াকিবহাল করা হয়, সেই সম্পর্কে তথ্য পেশের আবেদন জানান তিনি ৷

এদিকে, অমৃতপাল সিংকে নিয়ে যেভাবে বিদেশে বসবাসকারী শিখ এবং বিদেশিদের উদ্বেগ বাড়ছে, তাতে কিছুটা হলেও বিব্রত ভারত সরকার ৷ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ তাঁর বক্তব্য, সোশাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে ৷ দেশ-বিদেশের বাসিন্দা ও নাগরিকরা যেন সেগুলি বিশ্বাস না করেন ৷ কেন্দ্রের হয়ে অরিন্দম বলেন, "পলাতক ব্যক্তিকে ধরার জন্য পঞ্জাবের সংশ্লিষ্ট প্রশাসন অভিযান চালাচ্ছে ৷ রোজ সেই সংক্রান্ত তথ্য প্রকাশ্য়ে আনছে তারা ৷"

আরও পড়ুন:লন্ডনের খালিস্তানি হামলায় এফআইআর করল দিল্লি পুলিশ

প্রসঙ্গত, এর আগে গত বুধবার হাউস অফ কমনসে পঞ্জাব পরিস্থিতি (Canada on Punjab Situation) নিয়ে মুখ খুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তিনি বলেছিলেন, "পঞ্জাবের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে ৷ এটাই আমরা আশা করছি ৷"

ABOUT THE AUTHOR

...view details