টরোন্টো, 25 মার্চ:পঞ্জাবের পরিস্থিতির উপর সর্বদা নজর রাখছে কানাডা ৷ খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে চলা পুলিশের অভিযান ও ধরপাকড় নিয়ে একথা বললেন কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি (Melanie Joly on Crackdown Against Amritpal Singh) ৷ তিনি জানিয়েছেন, কানাডা সরকার শিখ সম্প্রদায়ের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ৷ ভবিষ্য়তেও বিভিন্ন ইস্যুতে শিখ সম্প্রদায়ের হয়ে সওয়াল করবে ৷
গত বৃহস্পতিবার কানাডার হাউস অফ কমনসে ভারতীয় বংশোদ্ভূত এমপি ইকবিন্দর এস গাহিরের একটি প্রশ্নের উত্তরে উপরোক্ত মন্তব্যটি করেন মেলানি ৷ তিনি বলেন, "পঞ্জাবে যা ঘটে চলেছে, সেই সম্পর্কে আমরা ওয়াকিবহাল ৷ আমরা পরিস্থিতির উপর প্রত্যেক মুহূর্তে নজর রাখছি ৷ আমাদের আশা, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে ৷ ওই সম্প্রদায়ের মানুষের যাতে স্বার্থক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করতে কানাডা সরকার বারবার আওয়াজ তুলবে ৷ এই বিষয়ে কানাডার নাগরিকরা সরকারের উপর ভরসা করতে পারেন ৷"
হাউস অফ কমনসে দাঁড়িয়েই পঞ্জাবের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইকবিন্দর ৷ তিনি বলেন, পঞ্জাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা তিনি জানেন ৷ সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে যাতে হাউসের সদস্যদের ওয়াকিবহাল করা হয়, সেই সম্পর্কে তথ্য পেশের আবেদন জানান তিনি ৷