টরেন্টো ও নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: বহিষ্কার করা হল ভারতের শীর্ষ কূটনীতিককে ৷ সোমবার কানাডার সংসদে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই কথা ঘোষণা করেন ৷ কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনায় ভারত সরকারের এজেন্টের যোগ রয়েছে ৷ এই অভিযোগে কানাডায় ভারতের শীর্ষ কূটনীতিককে বরখাস্ত করেছে কানাডা সরকার ৷
সোমবার জাস্টিন ট্রুডো বলেন, "শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনার তদন্ত করছিল কানাডার গোয়েন্দা সংস্থাগুলি ৷ হরদীপ সিং খালিস্তান নামের একটি দেশিয় (কানাডার) সংগঠনের সমর্থক ছিলেন ৷ 18 জুন ব্রিটিশ কলম্বিয়ার সুরিতে শিখ কালচারাল সেন্টারের বাইরে তাঁকে গুলি করে হত্যা করা হয় ৷"
9-10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত জি-20 সম্মেলনে ভারতে এসেছিলেন জাস্টিন ট্রুডো ৷ এদিন প্রধামন্ত্রী ট্রুডো বলেন, "গত সপ্তাহে জি-20 সম্মেলনে এই খুনের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে ৷" এদিন কানাডার সংসদে জাস্টিন দাবি করেন, প্রধানমন্ত্রী মোদিকে তিনি জানিয়েছিলেন, এই খুনে ভারত সরকার জড়িত থাকার অভিযোগ উঠেছে এবং তা গ্রহণীয় নয় ৷ তিনি এই ঘটনায় কানাডার তদন্তে ভারতের সহযোগিতার আবেদন জানিয়েছিলেন ৷
সোমবার কানাডার বিদেশ মন্ত্রী মেলানি জলিও সংসদে জানান, খুনের ঘটনার অভিযোগে কানাডায় ভারতের কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে ৷ তিনি বলেন, "যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে তা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হবে ৷ একটি দেশ আরেকটি দেশের সঙ্গে যে আচরণ করা উচিত, তা প্রাথমিক নিয়মটি ভাঙা হয়েছে ৷ তাই এর পরিপ্রেক্ষিতে আমরা ভারতের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছি ৷"