পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Pakistani Intruder: গুলি চালাল বিএসএফ! রাজস্থানে জখম পাকিস্তানি অনুপ্রবেশকারী

ভারত-পাক সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশের চেষ্টা করে বহু পাকিস্তানি নাগরিক ৷ শনিবার এমন একটি ঘটনায় গুলি চালাতে বাধ্য হল বিএসএফ (BSF shot Pakistani civilian at Indo Pak Border) ৷

Indo Pak Border
ETV Bharat

By

Published : Nov 27, 2022, 11:15 AM IST

শ্রীগঙ্গানগর, 27 নভেম্বর: ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমা পেরিয়ে ভারতে ঢোকার ঘটনা প্রায়ই খবরে আসে ৷ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফয়ের তৎুপরতায় বেশির ভাগ সময়ই তা ব্যর্থ হয় ৷ শনিবার দুপুরে তেমন একটি ঘটনা ঘটল ৷ পাক-অনুপ্রবেশকারী ভারতীয় সীমা পেরিয়ে দেশের মধ্যে ঢোকার চেষ্টা করে ৷ কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা গুলি চালায় ৷ জখম হয়েছে অনুপ্রবেশকারী (Pakistani intruder injured by BSF while crossing Indo-Pak International Border) ৷

সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান-রাজস্থান সীমান্তের শ্রীকরণপুরে পাকিস্তানি অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করতে থাকে ৷ কিন্তু তা নজরে পড়ে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের ৷ অনুপ্রবেশকারীর গতিবিধিতে সন্দেহ হয় তাদের ৷ তাকে প্রথমে আটকানোর চেষ্টা করে জওয়ানরা ৷ কিন্তু সে নিষেধে কান দেয়নি ৷ এমন সময় বিএসএফ বাহিনী তার কোমরের নীচে গুলি করে ৷ তাতে আহত অনুপ্রবেশকারী পড়ে যায় ৷ এরপর তাকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয় ৷

আরও পড়ুন: ভোটমুখী গুজরাতে সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব ! সিদ্ধান্ত কেন্দ্রের

এই পাকিস্তানি নাগরিকের কাছ থেকে একটি উর্দুতে লেখা পরিচয়পত্র পাওয়া গিয়েছে ৷ সেখান থেকে জানা গিয়েছে, তার নাম সফদর হুসেন ৷ সে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগরের বাসিন্দা ৷ সফদরকে জেরা করে সন্দেহজনক কিছু পায়নি জওয়ানেরা ৷ তাই পাকিস্তানি রেঞ্জার্সদের সঙ্গে কথা বলে অনুপ্রবেশকারীকে পাকিস্তান প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details