লন্ডন, 3 ফেব্রুয়ারি: আদানিকাণ্ডের রেশ পৌঁছল লন্ডনে । আদানিদের সঙ্গে জড়িত একটি বিনিয়োগ ফার্মের নন এক্সিকিউটিভ ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করলেন লর্ড জো জনসন । তিনি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাই ((Jo Johnson resigns as director of Adani linked firm)) । তাঁর পদত্যাগ আদানিকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে তাতে সন্দেহ নেই ।
বাজারে 20 হাজার কোটি টাকার শেয়ার ছাড়ার কথা ছিল আদানিদের । হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর দ্রুত পড়তে থাকে আদানিদের শেয়ার। প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়ে সংস্থা । শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বিত্তবান দশ ব্যক্তির তালিকা থেকেও বাদ যান গৌতম আদানি । এই রিপোর্ট প্রকাশ্যে আসার আগে তিনি ছিলেন তিন নম্বরে। এমনই নানা ঘটনায় বাজারে শেয়ার ছাড়ার প্রক্রিয়া বাতিল করেন গৌতম আদানি । এরপরই পদ ছাড়লেন জো জনসন ।
একটি সূত্রের দাবি, ইলারা ভারতীয় কর্পোরেট সংস্থাগুলির হয়ে বাজার থেকে টাকা তুলত। সেভাবেই আদানিদের এফপিও প্রক্রিয়ারও অংশ ছিল ইলারা । শীর্ষকর্তা হিসেবে গোটা বিষয়টি সামলানোর ভার ছিল জো জনসনের উপর । সংস্থাকে তিনি জানিয়েছিলেন এই এফপিও প্রক্রিয়ার অংশ হলে আর্থিক দিক থেকে ইলারা লাভবান হবে ।