পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indian High Commissioner: ভারতীয় হাইকমিশনারকে বাধা! ব্রিটিশ সরকারের সমালোচনায় বরিসের প্রাক্তন উপদেষ্টা - গ্লাসগো গুরুদ্বারায় ভারতীয় হাইকমিশনার

জঙ্গিদের মোকাবিলায় বর্তমান ব্রিটিশ সরকারের আরও সচেতন হওয়া উচিত ৷ সোশাল মিডিয়ায় লিখলেন বরিস জনসন সরকারের প্রাক্তন উপদেষ্টা কলিন ব্রুম ৷ সম্প্রতি গ্লাসগোয় একটি গুরুদ্বারায় ঢোকার মুখে ভারতীয় হাইকমিশনারের পথ আটকায় খালিস্তানপন্থীরা ৷

ETV Bharat
গ্লাসগোয় গুরুদ্বারা কাণ্ডে ব্রিটিশ সরকারের সমালোচনা করলেন বরিসের প্রাক্তন উপদেষ্টা

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 1:28 PM IST

লন্ডন, 1 অক্টোবর: গুরুদ্বারায় ঢোকার সময় বাধার মুখে পড়েন ব্রিটেনে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ৷ এই ঘটনায় ব্রিটিশ সরকারের সমালোচনা করলেন বরিস জনসন সরকারের প্রাক্তন উপদেষ্টা কলিন ব্লুম ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, খালিস্তানপন্থী কর্মীরা স্থানীয় শিখ সম্প্রদায়ের মধ্যে ঝামেলা বাধানোর চেষ্টা করে ৷ এই চরমপন্থীদের মোকাবিলায় ব্রিটিশ সরকারের আরও সক্রিয় হওয়া উচিত ৷

ঘটনার সূত্রপাত 29 সেপ্টেম্বর ৷ এদিন ব্রিটেনে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এই সপ্তাহের স্কটল্যান্ডে গিয়েছিলেন ৷ সেখানে গ্লাসগো শহরের একটি গুরুদ্বারায় প্রবেশের সময় তাঁর পথ আটকায় খালিস্তানপন্থী জঙ্গিরা ৷ এই ঘটনাকে ভারত অসম্মানজনক বলে উল্লেখ করেছে ৷

শনিবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় স্কটল্যান্ডের বাইরে থেকে তিন জন এসে কূটনীতিকদের গুরুদ্বারা দর্শনে বাধা দিয়েছে ৷ ওই তিনজনের মধ্যে একজন তো জোরজবরদস্তি গাড়ির দরজা খোলার চেষ্টাও করেছেন ৷ তবে যথাসময়ে ঘটনাস্থলে এক উচ্চস্তরীয় কূটনীতিক পৌঁছনোয় কোনও অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি ৷

আরও পড়ুন: সত্যি হল জল্পনা! কূটনৈতিক সমর্থনের অভাবে বন্ধ ভারতে আফগানিস্তানের দূতাবাস

ভারতীয় হাইকমিশন আরও জানিয়েছে, ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ভারতীয় হাইকমিশনার, ভারতের কনসাল জেনারেলকে হেনস্থা করে ৷ তাঁদের হুমকি দিতে থাকে ৷ এই পরিস্থিতিতে কোনও রকম অশান্তির ঘটনা যাতে না-ঘটে সেই জন্যে ওই কূটনীতিকরা এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ গুরুদ্বারা কমিটি একটি কথোপকথনের পরিকল্পনা করেছিল ৷ এই ঘটনায় তা বানচাল হয়ে যায় ৷

এদিকে গ্লাসগো গুরুদ্বারা গুরু গ্রন্থ সাহিব শিখ সভার তরফেও একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ শনিবার তারা জানিয়েছে, 20 সেপ্টেম্বর গ্লাসগো গুরুদ্বারায় ভারতীয় হাইকমিশনার এসেছিলেন ৷ এটা তাঁর ব্যক্তিগত সফর ছিল ৷ তাঁর সঙ্গে স্কটিশ পার্লামেন্টের এক সদস্যও ছিলেন ৷ গ্লাসগো শহরের বাইরে থেকে আসা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের এই গুরুদ্বারা দর্শনের সময় বিব্রত করার চেষ্টা করে ৷ এরপর ওই দর্শনার্থীরা গুরুদ্বারায় যাওয়ার পরিকল্পনা বাতিল করে চলে যান ৷

গুরুদ্বারার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতীয় হাই কমিশনার এবং তাঁর সঙ্গী চলে গেলেও এই কয়েকজন গুরুদ্বারায় ঝামেলা বাধায় ৷ এরপর থেকে এলাকায় স্কটল্য়ান্ডের পুলিশ মোতায়েন রয়েছে ৷ তারা এই ঘটনার কথা জেনেছেন ৷ শিখদের ধর্মীয়স্থানে এই ধরনের অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা করছে গ্লাসগো গুরুদ্বারা ৷ সব ধর্মের সব শ্রেণির মানুষের জন্য গুরুদ্বারার দরজা খোলা ৷

আরও পড়ুন: স্কটল্যান্ডে গুরুদুয়ারায় ঢুকতে বাধা হাইকমিশনারকে, উদ্বেগ প্রকাশ ভারতের

ABOUT THE AUTHOR

...view details