লস অ্যাঞ্জেলেস, 6 অক্টোবর: চলতি সপ্তাহের শুরুতে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অপহরণ করা হয় আট মাসের শিশুকন্যা-সহ একটি শিখ পরিবারের চারজন সদস্যকে (Four Sikh family members found dead) ৷ বুধবার তাঁদের দেহ পাওয়া গিয়েছে ৷ এমনটাই জানিয়েছেন পুলিশ ।
পরিবারটি মূলত পাঞ্জাবের হোশিয়ারপুরের হারসি পিন্ডের বাসিন্দা (Harsi Pind in Hoshiarpur) ৷ সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সেড কাউন্টিতে একটি ব্যবসায়িক অনুষ্ঠান থেকে অপহরণ করা তাঁদের । কাউন্টির শেরিফ ভার্ন ওয়ার্নকে (Merced County Sheriff Vern Warnke) জানান, বুধবার 36 বছরের জসদীপ সিং, 27 বছর বছরের জসলিন কৌর ও তাঁদের আট মাসের শিশু আরহি ধেরি এবং শিশুটির জেঠু 39 বছর বয়সি আমনদীপ সিংয়ের দেহ পাওয়া গিয়েছে । ইন্ডিয়ানা রোড এবং হাচিনসন রোডের কাছে একটি বাগানে সন্ধ্যাবেলা উদ্ধার হয়েছে দেহগুলি ।
বাগানের কাছে একজন খামার কর্মী দেহগুলি পড়ে থাকতে দেখেন ৷ তিনি অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন । সবকটা দেহই কাছাকাছি পাওয়া গিয়েছে ।