ওয়াশিংটন, 31 অক্টোবর: টুইটারে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট পেতে চান ? তাহলে কিন্তু এ বার থেকে আপনাকে গ্যাঁটের কড়ি খসাতে হবে ৷ কোনও ব্যবহারকারী ভেরিফায়েড অ্যাকাউন্ট পেতে চাইলে তাঁর থেকে চার্জ নেওয়ার পরিকল্পনা করেছে মাইক্রো ব্লগিং সাইটটি । দ্য ভার্জের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইলন মাস্কের (Elon Musk) মালিকানাধীন টুইটার বর্তমানে নতুন টুইটার ব্লু সাবস্ক্রিপশনের (Twitter Blue Tick) জন্য 19.99 মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 1,600 টাকা) চার্জ নেওয়ার পরিকল্পনা করছে (Twitter New Feature)৷
টুইটার ব্লু 2021 সালে চালু করা হয়েছিল ৷ সেই সময় টুইট এডিট করা, আনডু করা-সহ প্রচুর প্রিমিয়াম ফিচার অফার করা হয়েছিল ৷ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীদের তাঁদের ভেরিফায়েড বা যাচাইকৃত অ্যাকাউন্টের জন্য টুইটার ব্লু সাবস্ক্রিপশন নেওয়া বাধ্যতামূলক হবে । অন্যদিকে, যাঁরা ইতিমধ্যেই টুইটারে ব্লু টিক গ্রাহক, তাঁদের 90 দিনের মধ্যে নয়া চার্জ দিয়ে তা সাবস্ক্রাইব করতে হবে ৷ নইলে তাঁরা তাঁদের অ্যাকাউন্টের ব্লু টিক হারাবেন ।
দ্য ভার্জের প্রতিবেদনের দাবি, প্রকল্পে কর্মরত কর্মচারীদের রবিবার বলা হয়েছে যে, এই ফিচারটি 7 নভেম্বরের মধ্যে সংযুক্ত না করলে তাঁদের চাকরি খোয়াতে হবে ৷ ইলন মাস্ক একটি টুইট বার্তায় নিশ্চিত করেছেন যে, পুরো যাচাইকরণ প্রক্রিয়াটি এখনই পুনর্গঠন করা হচ্ছে । যখন একজন ব্যবহারকারী তাঁর টুইটার অ্যাকাউন্ট যাচাই করার জন্য অনলাইনে সাহায্য চেয়েছিলেন, তখন মাস্ক উত্তর দেন যে "পুরো ভেরিফায়েড প্রক্রিয়াটি এখনই সংশোধন করা হচ্ছে ৷"