পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Kabul Gurdwara attack: কাবুলে গুরুদ্বারে জঙ্গি হানা, বিস্ফোরণে মৃত 2, নজর রাখছে ভারত - two died in blasts at gurudwara in Afghanistans Kabul

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক গুরুদ্বারে জঙ্গি হামলায় কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে (two died in blasts at gurudwara in Afghanistans Kabul) ৷ আহত হয়েছেন সাত জন ৷ মৃতদের মধ্যে একজন শিখ ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী আইএস খোরসান এই বিস্ফোরণ ঘটিয়েছে ৷

Kabul  blast
কাবুলে গুরুদ্বারে জঙ্গি হানা

By

Published : Jun 18, 2022, 3:26 PM IST

Updated : Jun 18, 2022, 3:50 PM IST

কাবুল, 18 জুন: আফগানিস্তানের রাজধানী কাবুলের এক গুরুদ্বারে জঙ্গি হামলায় কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে (two died in blasts at gurudwara in Afghanistans Kabul) ৷ মৃতদের মধ্যে একজন শিখ ও একজন নিরাপত্তারক্ষী রয়েছেন বলে খবর ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ অসমর্থিত সূত্রে খবর, বেশ কয়েকজন আটকে রয়েছেন ওই গুরুদ্বারে ৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত ৷ বিদেশমন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷

জানা গিয়েছে, শনিবার সকালে কাবুলের কর্তে পরওয়ান এলাকায় স্থিত ওই গুরুদ্বারের একেবারে সামনে বিস্ফোরণ হয় ৷ একাধিক বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গিয়েছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী আইএস খোরসান এই বিস্ফোরণ ঘটিয়েছে ৷ এই বিস্ফোরণে যে শিখ ধর্মাবলম্বীর মৃত্যু হয়েছে তাঁর নাম সওয়িন্দর সিং (60) বলে জানা গিয়েছে ৷ তিনি গজনি প্রদেশের বাসিন্দা ৷

আফগান আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র আবদুল নফি টেকর জানিয়েছেন, ওই এলাকায় আক্রমণকারীদের সঙ্গে তালিবান যোদ্ধাদের গুলির লড়াই হয়েছে ৷ তাঁর দাবি, গুরুদ্বারের বাইরে প্রথমে যে বিস্ফোরণ হয় তাতে কেউ হতাহত হননি ৷ কিন্তু পরে এক জঙ্গি গুরুদ্বারের গেটের কাছে গ্রেনেড নিয়ে হামলা চালায় তাতে মৃত্যু হয় একজনের, আহত হন সাতজন ৷ আগুনও ধরে যায় ৷

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল নয়াদিল্লি ৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ ঘটনার নিন্দা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ৷

আরও পড়ুন :2 বিজেপি কর্মীর 'আপত্তিকর' মন্তব্যের নিন্দায় সরব আমেরিকা

Last Updated : Jun 18, 2022, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details