হায়দরাবাদ / খান ইউনিস, 20 অক্টোবর: গাজা স্ট্রিপের আল আহলি আরব হাসপাতালে বিস্ফোরণের স্মৃতি টাটকা থাকতে থাকতেই আবার ভয়াবহ বিস্ফোরণের খবর মিলল ওই এলাকা থেকে ৷ অভিযোগ, বৃহস্পতিবার সেখানে একটি মধ্যযুগীয় চার্চে বিমান হামলা হয় ৷ সেই হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন ৷ অনেকে চার্চের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছেন ৷
গত মঙ্গলবার হাসপাতালে বিস্ফোরণের ঘটনা সামনে আসে ৷ ইজরায়েলি হানায় এই বিস্ফোরণ হয় বলে অভিযোগ ওঠে ৷ এক্ষেত্রেও অভিযোগের তির ইজরায়েলের দিকেই ৷ জেরুজালেমের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক সেন্ট পোরফিরিওসের চার্চে এই হামলার জন্য ইজরায়েলি বাহিনীর নিন্দা করেছে ।
হাসপাতালে হামলা নিয়ে যদিও বিতর্ক আছে ৷ হামাস ইজরায়েলকে অভিযুক্ত করলেও বেঞ্জামিন নেতানিয়াহুরা সেই অভিযোগ অস্বীকার করেছে ৷ তাদের দাবি, জঙ্গিদের ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভ্রষ্ট হয়ে হাসপাতালে গিয়ে পড়ে ৷ তার জেরেই এই বিস্ফোরণ ৷
তাৎপর্যপূর্ণ ভাবে আল আহলি হাসপাতালের কাছেই এই চার্চ অবস্থিত ৷ সেখানে গৃহহীন ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া হয়েছিল ৷ শিফা হাসপাতালের ডিরেক্টর আবু সেলমিয়ার মতে, সেন্ট পোরফিরিওসের চার্চে বহু মানুষ আহত হয়েছেন । মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় তিনি সুনির্দিষ্ট মৃত্যুর সংখ্যা জানাতে পারেননি । প্যালেস্তাইন কর্তৃপক্ষও এই হামলার জন্য ইজরায়েলকেই দায়ী করেছে ৷