সিওয়ান, 28 অক্টোবর: ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনাক ৷ ভারতের সঙ্গে তাঁর যোগাযোগ কতটা, তা নিয়ে জোর চর্চা চলছে ৷ বহু ভারতীয় তাঁর ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া নিয়ে গর্বিত ৷ সম্পর্কে তিনি আবার ইনফোসিসের কর্ণধার নারায়ণ মূর্তির জামাই ৷ তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি শ্বেতাঙ্গ নন ৷ পাশাপাশি এশীয় হিসেবেও তিনি প্রথম প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন ।
এদিকে তাঁর কোর কমিটিতে রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত ৷ বিহারের জামাপুর গ্রামের জিরাদেই ব্লকের বাসিন্দা প্রজ্জ্বল পাণ্ডা (Indian-origin boy Prajwal Pandey) ৷ তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোর কমিটির সদস্য ৷ মাত্র 16 বছর বয়সে প্রজ্জ্বল ব্রিটেনের কনজারভেটিভ পার্টিতে যোগ দেন ৷ 2019 সালে ব্রিটেনের ইউথ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিললেন বিহারের এই বাসিন্দা ৷ সেখানে প্রথম বার বক্তৃতাও দিয়েছিলেন তিনি ৷