নয়াদিল্লি, 27 অক্টোবর: গাজা উপত্যকায় থাকা জঙ্গি গোষ্ঠী হামাস কেন হঠাৎ ইজরায়েলের উপর হামলা করল ? এই প্রশ্নের উত্তর যখন সকলে খুঁজছেন, তখন এর সম্ভাব্য কারণ বৃহস্পতিবার ব্যাখ্যা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ গত সেপ্টেম্বরে ভারত-মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর প্রকল্প বা আইএমইইসি শুরুর ঘোষণা করা হয় নয়াদিল্লির জি20 শীর্ষ সম্মেলনকে ৷ সেই কারণেই এই হামলা বলে ব্যাখ্যা করেছিলেন বাইডেন ৷ কিন্তু শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে ৷
এই বিষয়ে এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, "আমি মনে করি আপনারা তাঁকে (বাইডেন) ভুল বুঝেছেন । তিনি যা বলেছিলেন, তা হল যে তিনি বিশ্বাস করেন যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানে পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হল ইজরায়েল ও সৌদি আরবের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি করা, সেই কাজে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেই হয়তো হামাস এই হামলা চালিয়েছে ।"