ওয়াশিংটন, 27 সেপ্টেম্বর: হোয়াইট হাউজের এক সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড়ে দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দু'বছর বয়সি পোষ্য সারমেয় কমান্ডার ৷ জার্মান শেফার্ডটি এই নিয়ে 11 জনকে কামড়ে দিল ৷ জানা গিয়েছে, সোমবার রাত 8টার দিকে একজন সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের পুলিশ অফিসার প্রেসিডেন্টের পরিবারের পোষ্যের কাছাকাছি এসেছিলেন ৷ সেসময় মার্কিন প্রেসিডেন্টের পোষ্য তাঁকে কামড়ে দেয় । সঙ্গে সঙ্গে ওই আধিকারিকের চিকিৎসা করা হয় ৷ এমনটাই মঙ্গলবার সিএনএনকে ইউএসএসএসের যোগাযোগের প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি বলেছেন ।
আহত অফিসার মঙ্গলবার সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের চিফ আলফোনসো এম ডাইসন সিনিয়রের সঙ্গে কথা বলেছেন ৷ গুগলিয়েলমি বলেছেন, "এখন ওই আধিকারিক সুস্থ আছেন ।" সিএনএন-এর দাবি, কমান্ডার কুকুরটি হোয়াইট হাউস এবং ডেলাওয়্যারে কমপক্ষে 11 জনকে কামড় দিয়েছে ৷ 2022 সালের নভেম্বরের প্রেসিডেন্ট বাইডেনের এই পোষ্যটি এক অফিসারের হাত ও ঊরুতে আঘাত করে ৷ এর জেরে চোট লাগায় ওই আধিকারিককে হাসপাতালে পর্যন্ত ভরতি করতে হয়েছিল ।