লন্ডন, 28 নভেম্বর: চিনে কোভিড নিয়ে কড়াকড়ির (Zero Covid policy) বিরুদ্ধে গণআন্দোলন ক্রমে তীব্র হচ্ছে ৷ এই আন্দোলনকে চিনা প্রশাসন (Protest in China) যে ভাবে সামাল দিচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC Journalist Beaten in China)৷ তারা জানিয়েছে, সাংহাইতে বিক্ষোভের প্রতিবেদন করার সময় বিবিসির সাংবাদিক এড লরেন্সকে হাতকড়া পরিয়ে আটক করা হয় এবং তাঁকে ঘুষি-লাথি মারা হয় ৷ একজন সাংবাদিকের সঙ্গে চিনা কর্তৃপক্ষের এমন আচরণে উদ্বিগ্ন বিবিসি ৷
বিবিসি জানিয়েছে, "বিবিসি আমাদের সাংবাদিক এড লরেন্সকে আটক ও হাতকড়া পরানোর বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন, যিনি সাংহাইতে বিক্ষোভ কভার করছিলেন । তাঁকে কয়েক ঘণ্টা আটকে রেখে তারপর ছাড়া হয় । তাঁকে গ্রেফতারের সময় অফিসাররা তাঁকে লাথি মেরেছে । তিনি একজন নথিভুক্ত সাংবাদিক হিসাবে কাজ করার সময় এই ঘটনা ঘটেছে ৷" বিবিসির কথায়, এটি খুবই উদ্বেগজনক যে, তাদের একজন স্বীকৃত সাংবাদিক তাঁর অফিসিয়াল দায়িত্ব পালনের সময় এভাবে তাঁর উপর হামলা করা হয়েছে ।