ঢাকা, 27 অগস্ট: শেখ হাসিনার আওয়ামি লিগ ও খালেদা জিয়ার বিএনপি-র কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশ ৷ শনিবার কুমিল্লায় আওয়ামি লিগের সঙ্গে সংঘর্ষ বাঁধে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কর্মী সমর্থকদের ৷ অভিযোগ, আওয়ামি লিগের লোকজনেরা গুলি চালালে (বিএনপি) অন্তত 50 নেতাকর্মী আহত হয়েছেন ৷ এই খবর জানিয়েছে, ঢাকা ট্রিবিউন ।
কুমিল্লায় লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ারের সমর্থক আওয়ামি লিগের নেতাকর্মীরা বিএনপি নেতাদের উপর গুলি ও হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে । স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামি লিগের লোকজন তাঁদের অনুষ্ঠানস্থল ভাঙচুর করেছেন ।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নে । বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাক্তন সাংসদ মণিরুল হক চৌধুরী বলেন, কর্মসূচি শুরু হলে বিকেল 5টায় সেখানে তাঁর সেখানে উপস্থিত থাকার কথা ছিল । তবে দুপুর 2টার দিকে তিনি খবর পান যে, সেখানে আওয়ামি লিগের কয়েকজন নেতাকর্মী লুকিয়ে আছেন ৷ তাঁরা সেখানকার লোকজনকে লক্ষ্য করে গুলি চালান ও ভাঙচুর করেন বলে অভিযোগ । যুবদল নেতা ফিরোজ ও মণির গুলিবিদ্ধ হন এবং একজনের মাথায় গুলি লেগেছে বলেও জানান মণিরুল হক চৌধুরী । আহত নেতাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন ।