পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Hasina lauds Modi: পরীক্ষিত বন্ধু, ভারত সফরের প্রাক্কালে মোদির প্রশংসায় দরাজ হাসিনা

ভারত সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Hasina lauds Modi)৷ তিনি বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ৷

Bangladesh PM Sheikh Hasina lauds PM Modi; calls India is tested friend
পরীক্ষিত বন্ধু, ভারত সফরের প্রাক্কালে মোদির প্রশংসায় দরাজ হাসিনা

By

Published : Sep 4, 2022, 12:50 PM IST

ঢাকা, 4 সেপ্টেম্বর: ভারত সফরে আসার প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দরাজ প্রশংসা শোনা গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে (Sheikh Hasina)৷ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের (Russia-Ukraine War) জেরে পূর্ব ইউরোপে আটকে পড়েছিলেন বাংলাদেশি ছাত্ররা ৷ ভারত তাঁদের উদ্ধারের ব্যবস্থা করায় মোদিকে ধন্যবাদ জানান তিনি ৷ করোনার সঙ্গে লড়াইয়ে প্রতিবেশী দেশগুলিকে সাহায্যের জন্য মোদি সরকারের নেওয়া ভ্যাকসিন মৈত্রী প্রকল্পেরও (Vaccine Maitri programme) ভূয়সী প্রশংসা করেন হাসিনা (Bangladesh PM)৷

সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে কথোপকথনের সময় শেখ হাসিনা (Hasina lauds Modi) বলেন, "আমি প্রধানমন্ত্রীকে (PM Modi) ধন্যবাদ জানাতে চাই ৷ রাশি ও ইউক্রেনের যুদ্ধের সময় আমাদের অনেক ছাত্র আটকে পড়েছিল ৷ তারা পোল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছিল ৷ কিন্তু আপনারা নিজেদের ভারতীয় ছাত্রদের উদ্ধারের সময় আমাদের ছাত্রদেরও উদ্ধার করেছেন ৷ কাজেই এটা খুবই বন্ধুত্বপূর্ণ একটা আচরণ ৷ এই উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ৷"

সোমবার ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (India Bangladesh)৷ তার আগে দু দেশের ঘনিষ্ঠ সম্পর্ককে আরও দৃঢ় করার উপর জোর দিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, দু দেশের মধ্যে পার্থক্য থাকতে পারে, তবে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায় ৷ ভারত ও বাংলাদেশ বহু ক্ষেত্রে সেই কাজটা করে দেখিয়েছে বলে উল্লেখ করেন তিনি ৷ ভারত সরকারের সহযোগিতা বাংলাদেশি নাগরিকদের বিশেষ ভাবে উপকৃত করেছে বলে জানিয়ে তিনি তুলে ধরেন টিকা সরবরাহের প্রসঙ্গ ৷

আরও পড়ুন:5-8 সেপ্টেম্বর ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হাসিনার কথায়, "এই উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে আমি ধন্যবাদ জানাই ৷ আর যে ভাবে তিনি শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকেও টিকা সরবরাহ করেছেন, এতে সত্যি খুব খুব উপকার হয়েছে ৷ এটা তাঁর বিচক্ষণ একটা উদ্যোগ ৷ এর পাশাপাশি আমরা নিজেদের টাকায় টিকা কিনেছি ৷ অন্যান্য আরও কয়েকটি দেশও টিকা দিয়েছে ৷" হাসিনা জানিয়েছেন, তাঁর দেশের মোট জনসংখ্যার 90 শতাংশই টিকা পেয়ে গিয়েছেন ৷

সেই 1971 সাল থেকে শুরু করে যখনই বাংলাদেশের প্রয়োজন পড়েছে, তখনই ভারত তার পাশে দাঁড়িয়েছে বলে জানান শেখ হাসিনা ৷ তাঁর কথায় ভারত হল বাংলাদেশের পরীক্ষিত বন্ধু (Tested friend)৷

ABOUT THE AUTHOR

...view details