ঢাকা, 7 জানুয়ারি: বাংলাদেশে 12 তম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে ৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লিগ প্রধান শেখ হাসিনা গোপালগঞ্জ-3 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন ৷ শেখ হাসিনা 2 লক্ষ 49 হাজার 965টি ভোট পেয়েছেন ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর মাত্র 469টি ভোট পেয়েছেন ৷ গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম এই ফলাফল ঘোষণা করেন। 1986 সালের পর তিনি অষ্টমবারের মতো গোপালগঞ্জ-3 আসনে জয়ী হয়েছেন।
বিকেল 3 টা পর্যন্ত (স্থানীয় সময়) 27 শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে ৷ 42 হাজার 24টি ভোট কেন্দ্রের দুই লক্ষ 61 হাজার 912টি ভোট কেন্দ্রে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত চলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সহ বিরোধীদের বয়কটের আহ্বানের মধ্যেও দেশের মানুষ ভোট দিয়েছে। বাংলাদেশের 299টি সংসদীয় আসনে সদস্য নির্বাচন হবে এই ভোটে ৷ একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেই আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন ৷ সামগ্রিকভাবে, সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত প্রথম সাত ঘণ্টায় 27 শতাংশ ভোট পড়েছে ৷ নির্বাচন কমিশনের সচিব মহম্মদ জাহাঙ্গীর আলম আগারগাঁও কমিশনের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশের 119 মিলিয়ন নাগরিক এই ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছে।" সারাদেশে আচরণবিধি লঙ্ঘন পরীক্ষা করে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রায় আট লক্ষ নিরাপত্তা কর্মীকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছিল।