ওয়াশিংটন, 15 ফেব্রুয়ারি: বিবিসি'র দফতরে আয়কর হানা নিয়ে প্রতিক্রিয়া দিলেও নিজেদের অবস্থান স্পষ্ট করল না-বাইডেন প্রশাসন। মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস জানালেন, দিল্লির বিবিসি অফিসে আয়করের তল্লাশি অভিযানের বিষয়টি তিনি জানেন (State Department Spokesperson Ned Price commented about the raid )। কিন্তু এই বিষয়ে কোনও মন্তব্য করার মতো জায়গায় তিনি নেই। ঠিক কী হয়েছে এবং কেন হয়েছে তা ভারতীয় প্রশাসনের পক্ষেই বলা সম্ভব বলে তিনি মনে করেন।
তাঁর কথায়,"আমরা গোটা বিশ্বে সাংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে । পাশাপাশি মতামত প্রকাশের অধিকার থেকে শুরু করে মানবাধিকারেরও পক্ষে। এই মনোভাব আমেরিকা এবং ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।" এরপরই তাঁর কাছে জানতে চাওয়া হয় তিনি কী মনে করেন, এই ধরনের আচরণে গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়েছে? এই প্রশ্নেরও সরাসরি জবাব দেননি তিনি। তাঁর কথায়,"আমি বলতে পারব না । তল্লাশি অভিযানের কথা শুনেছি । কিন্তু সেটা ভাল না-খারাপ তা বলার মতো অবস্থায় আমি নেই।" রাজনৈতিক মহল মনে করছে এই বিষয়ে সরাসরি মন্তব্য না-করে কৌশলী অবস্থান নুিয়েছে আমেরিকা ।