যোধপুর, 8 জানুয়ারি:নিজের দেশ ছেড়ে এবারঅন্য দেশের আকাশে উড়বেন তিনি তাঁরযুদ্ধবিমান নিয়ে ৷ তিনি দেশের যুদ্ধবিমানচালক এবং মহিলা ৷ হ্যাঁ, ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমানচালক স্কোয়াড্রন লিডার অবনী চতুর্বেদী জাপানে ভারতীয় বায়ুসেনার সুখোই-30এমকেআই স্কোয়াড্রনের আসনে বসবেন (Avni Chaturvedi, 1st Indian female fighter would be part of the Indian contingent that will feature in aerial wargames with Japan) ৷
এবছর প্রথমবার 12-26 জানুয়ারি জাপান-ভারত যৌথ উদ্যোগে শুরু হচ্ছে 'বীর গার্ডিয়ান 2023' মহড়া (Exercise Veer Guardian 2023) ৷ এতে ভারতের বায়ুসেনার সঙ্গে অংশ নেবে জাপানের এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স ৷ ভারত-জাপান দ্বিপাক্ষিক সামরিক মহড়া হায়াকুরি এয়ারবেসে হবে ৷ এছাড়া ওমিটামা এবং ইরুমা এয়ারবেসেও উড়বে ভারত-জাপান যুদ্ধবিমান (Omitama, and the Iruma Air Base in Sayama in Japan) ৷
কে অবনী চতুর্বেদী (Who is Avani Chaturvedi) ?
2016 সালের জুন মাসে ভারতীয় বায়ুসেনা যে তিনজন মহিলা বিমানচালককে নিয়োগ করে, তাঁদের মধ্যে একজন অবনী চতুর্বেদী ৷ বাকিরা ভাবনা কান্ত এবং মোহনা সিং ৷ তিনি দেশের প্রথম যুদ্ধবিমানচালক ৷
অবনী যোধপুরের এয়ারবেসে সুখোই-30এমকেআই যুদ্ধবিমানচালক (Sukhoi-30MKI fighter pilot) ৷