পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জাপানের ভূমিকম্পে প্রাণ গেল কমপক্ষে 55 জনের, ধীরে ধীরে কমছে সুনামির ভয় - ভূমিকম্প

Several died in Japan's earthquake: জাপানের ভূমিকম্পে কমপক্ষে 55 জনের প্রাণ গেল। তবে ধীরে ধীরে সুনামির ভয় কমছে 'সূর্যদয়ের দেশে'।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 6:53 AM IST

Updated : Jan 2, 2024, 10:22 PM IST

টোকিও, 2 জানুয়ারি: জাপানের ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে 55 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনই খবর মিলেছে। পরপর জোরালো ভূমিকম্পে সোমবার কেঁপে ওঠে দেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.6। জারি হয় সুনামির সতর্কতা। বাড়তে থাকে জলস্তর। এমনই আবহে ইশিকাওয়া দ্বীপে 24 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এদিকে, ধীরে ধীরে সুনামির ভয় কমছে । সেই অনুপাতে সতর্কতার মাত্রাও কমিয়ে দিচ্ছে প্রশাসন। তবে এখনও দেশের উপকূলের বিভিন্ন এলাকায় থাকা বাসিন্দাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়নি। আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখে নিয়েই বাকি সিদ্ধান্ত নেবে প্রশাসন। ধারাবাহিক ভূমিকম্পের পর সুনামির সর্বোচ্চ সতর্কতা জারি করে প্রশাসন। এবার তা ধীরে ধীরে কমিয়ে দেওয়া হচ্ছে।

এরইমধ্যে আবহাওয়া দফতরের দাবি, স্থানীয় সময় বিকেল 4টে থেকে জাপানের সমুদ্রে ইশিকাওয়া দ্বীপের আশপাশে কমপক্ষে 12টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তার জেরে প্রশাসনের দাবি কমপক্ষে 6টি বাড়ি ভেঙে পড়েছে। বাসিন্দারা সকলেই ভিতরে আটকে পড়েন। এছাড়া প্রশাসনের এক মুখপাত্রর দাবি,ইশিকাওয়া দ্বীপের ওয়াজিমা শহরে আগুন লাগার ঘটনাও ঘটেছে। তাছাড়া প্রায় 30 হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

ভূমিকম্পের অব্যবহিত পর দেশের গণমাধ্যম এনএইচকে নিউজ জানায় জলস্তর 5 ফুট পর্যন্ত বাড়তে পারে। পরে আবহাওয়া দফতর সূত্রে বলা হয়, পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। জলস্তর 10 ফুটের আশপাশে পৌঁছে যেতে পারে। এই খবর দিয়ে দ্রুত বাসিন্দাদের উপকূলের এলাকা ছাড়তে বলা হয়। তবে একবার বাড়ি থেকে বেরিয়ে পড়ার দরকারি কোনও জিনিস আনতে গিয়ে বেশ কয়েকজন জলে ডুবে গিয়েছে বলে প্রশাসনের দাবি। নীচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন স্টেডিয়ামে রাখা হয়েছে বলে খবর। আপাতত কিছু দিন তাঁদের সেখানেই থাকতে হবে।

আরও পড়ুন:

  1. জাপানে তীব্র ভূমিকম্প, পশ্চিম উপকূলে জারি সুনামি সতর্কতা; 5 মিটার পর্যন্ত জলচ্ছ্বাসের সম্ভাবনা
  2. ভূমিকম্পের অভিঘাতে জাপানে সুনামি সতর্কতা, ভারতীয়দের জন্য চালু হেল্পলাইন নম্বর
  3. চিনে জোরালো ভূমিকম্প! মৃতের সংখ্যা কমপক্ষে 116, আহত বহু
Last Updated : Jan 2, 2024, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details