কাবুল, 30 নভেম্বর: আবারও বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan Blast) ৷ বুধবারের ঘটনাটি ঘটেছে উত্তর আফগানিস্তানের আয়বাক (Aybak) শহরে ৷ বিস্ফোরণ ঘটানো হয় স্থানীয় একটি মাদ্রাসায় ৷ তাতে কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও অন্তত 24 জন ৷ সংবাদমাধ্যমের কাছে এই তথ্য পেশ করেছেন শহরেরই একটি হাসপাতালের এক চিকিৎসক ৷ প্রসঙ্গত, আফগানভূমে তালিবানের শাসন ফেরার পর থেকেই এই ধরনের হামলা বারবার ঘটছে ৷ অধিকাংশ ক্ষেত্রেই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (Islamic State) বা আইএস (IS) এই ধরনের বিস্ফোরণের সঙ্গে যুক্ত বলে দাবি স্থানীয় প্রশাসনের ৷
এদিন যে আয়বাক শহরে বিস্ফোরণ ঘটানো হয়, রাজধানী কাবুল থেকে তার দূরত্ব প্রায় 200 কিলোমিটার ৷ সংশ্লিষ্ট চিকিৎসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনায় আক্রান্ত প্রায় সকলেই নাবালক ৷ ওই চিকিৎসকের কথায়, "ওরা সকলেই বাচ্চা এবং সাধারণ মানুষ ৷" পরবর্তীতে স্থানীয় প্রশাসনের এক আধিকারিকও এই বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন, আয়বাকের আল-জিহাদ মাদ্রাসায় বিস্ফোরণ ঘটানো হয়েছে ৷ এটি আদতে একটি ধর্মীয় স্কুল ৷ তবে, এই হামলায় কতজনের মৃত্যু হয়েছে, সেই সম্পর্কে ওই আধিকারিক নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি ৷