পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Blast in Pakistan: বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে মৃত বেড়ে 55, আহত 50 - পাকিস্তানে বিস্ফোরণ

Suicide Bomb blast in Balochistan: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ গেল অন্তত 55 জনের ৷ জখম হয়েছেন 50 জন ৷

Blast in Pakistan
আত্মঘাতী বিস্ফোরণ

By PTI

Published : Sep 29, 2023, 2:50 PM IST

Updated : Sep 29, 2023, 5:23 PM IST

করাচি, 29 সেপ্টেম্বর: পাকিস্তানে ফের আত্মঘাতী বিস্ফোরণ ৷ অশান্ত বালুচিস্তান প্রদেশে শুক্রবার একটি মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল অন্তত 55 ৷ আহত হয়েছেন 50 জনেরও বেশি মানুষ ৷ সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে, হজরত মহম্মদের জন্মদিন উদযাপনের জন্য সমাবেশে জড়ো হয়েছিলেন মানুষজন । তখনই সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে ৷ তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি ৷

জিও নিউজ জানিয়েছে, মাস্তুং জেলার মদিনা মসজিদের কাছে বিস্ফোরণটি ঘটে । সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকা মাস্তুংয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) নওয়াজ গাশকোরিরও বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৷ হজরত মহম্মদের জন্মবার্ষিকী ঈদ মিলাদুন নবী উপলক্ষে যখন মসজিদে লোকজন জড়ো হচ্ছিলেন তখনই বিস্ফোরণ ঘটে ।

সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মহম্মদ জাভেদ লেহরি বলেন, এটি ছিল একটি আত্মঘাতী বিস্ফোরণ ৷ আত্মঘাতী বিস্ফোরক ডিএসপির গাড়ির পাশে বিস্ফোরণ ঘটায় । লেহরি বলেন যে, আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে এবং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে । ডন পত্রিকা মাস্তুংয়ের সহকারী কমিশনার আত্তাহুল মুনিমকে উদ্ধৃত করে বলেছে, বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তা-সহ অন্তত 55 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 50 জনেরও বেশি ৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক ।

আরও পড়ুন:পাকিস্তানে চিনা ইঞ্জিনিয়ারদের কনভয়ে জঙ্গি হামলা

বালুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেন, মাস্তুংয়ে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে । গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে এবং সমস্ত হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানান তিনি । আচাকজাইয়ের কথায়, শত্রুরা বিদেশি সাহচর্যে বালুচিস্তানে ধর্মীয় সহনশীলতা ও শান্তি বিনষ্ট করতে চায় বলেই এই বিস্ফোরণ ঘটিয়েছে । তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আলি মর্দান ডোমকি বিস্ফোরণের জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান আচাকজাই । এ দিকে, অন্তর্বর্তী স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ আহমেদ বুগতি বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন ।

চলতি মাসের শুরুতেই এই জেলায় বিস্ফোরণে অন্তত 11 জন আহত হন । মাস্তুং গত কয়েক বছর ধরে জঙ্গি হামলার নিশানায় পরিণত হয়েছে এবং 2018 সালের জুলাই মাসে একটি বড় হামলা ঘটে এখানে, যা জেলার ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলা ছিল ৷ সেই হামলায় 128 জনের মৃত্যু হয় ৷

এ দিকে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও শুক্রবার জুম্মার নমাজ পাঠের সময় একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয় ৷ পুলিশ জানিয়েছে, এই হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে ৷ আহত হন 12 জন ৷ হাঙ্গু জেলার দোয়াবা থানা এলাকার মসজিদের কাছে বিস্ফোরণটি ঘটে ।

(সংবাদসংস্থা পিটিআই)

Last Updated : Sep 29, 2023, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details