পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Ash Wednesday 2023: শুরু হল অ্যাশ ওয়েডনেসডে, এর তাৎপর্য কী ? - ইস্টার

22 ফেব্রুয়ারি পালিত হচ্ছে অ্য়াশ ওয়েডনেসডে (Ash Wednesday 2023) ৷ এদিন থেকেই শুরু হল, লেনটেন সিজন (Lenten Season) ৷ কী এই লেনটেন সিজন ? জেনে নিন ৷

Ash Wednesday 2023 marks beginning of Lent Season from February 22 onwards
প্রতীকী ছবি

By

Published : Feb 22, 2023, 2:29 PM IST

হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি: আজ অ্য়াশ ওয়েডনেসডে (Ash Wednesday 2023) ৷ খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ রবিবারের ইস্টারের আগের সপ্তম সপ্তাহের প্রথম বুধবারটিকে বলা হয় অ্য়াশ ওয়েডনেসডে ৷ এই বিশেষ দিন থেকেই শুরু হয় লেনটেন সিজন (Lenten Season) ৷ এই বিশেষ সময়কালটিতে উপবাসের রীতি পালন করা হয় ৷ ইসলাম ধর্মে যেমন রোজা রাখার প্রথা রয়েছে, এটিও সেইরকম ৷ সাধারণত, প্রতিবছর 4 ফেব্রুয়ারি থেকে 11 মার্চের মধ্যে কোনও একটি দিন অ্য়াশ ওয়েডনেসডে হিসাবে পালিত হয় ৷

অ্য়াশ ওয়েডনেসডের নেপথ্যের ইতিহাস:

দ্বিতীয় শতাব্দীতে খ্রিস্টানরা ইস্টারের আগের দু'দিন উপবাস রাখতেন ৷ এবং ওই দু'টি দিনকে তাঁরা পাপস্খলনের দিন হিসাবে বিবেচনা করতেন ৷ পরবর্তীতে এই সময়সীমা বাড়িয়ে দু'দিনের বদলে এক সপ্তাহ করা হয় ৷ সেই সময় ইস্টারের ঠিক আগের একটি সপ্তাহকে বলা হত, পবিত্র সপ্তাহ ৷ কিন্তু, 325 সালে ভ্যাটিকানের সিদ্ধান্ত অনুসারে এই সময়সীমা আরও বাড়িয়ে করা হয় 40 দিন ৷ বলা হয়, এই 40 দিন ধরেই ইস্টারের প্রস্তুতি সারতে হবে ৷

40 দিনের উপবাস পালনের যুক্তি:

খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, স্বয়ং প্রভু যিশু তাঁর জীবনের 40 দিন মরুভূমিতে কাটিয়েছিলেন ৷ সেই সময় কষ্ট, দুর্ভোগ ও যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তাঁকে ৷ এছাড়া, বাইবেলে নানাভাবে 40 দিনের উল্লেখ পাওয়া যায় ৷ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যেমন, মহাপ্রলয়ের সময় যে বন্য়া এসেছিল বলে বিশ্বাস করা হয়, তা স্থায়িত্ব ছিল 40 দিন এবং 40 রাত ৷ ইজরায়েলের বাসিন্দাদেরও 40 দিন মরুভূমিতে কাটাতে হয়েছিল ৷ এছাড়াও, সিনাই পর্বতে মুসা এবং হোরেব পর্বতে এলিয়া যে উপবাস করেছিলেন, সেই দু'টিরও স্থায়িত্ব ছিল 40 দিন ৷

ঐতিহ্য:

একটা সময় ছিল, যখন এই বিশেষ সময় পাপীদের প্রকাশ্যে তাঁদের পাপস্খলনের জন্য তপস্যা করতে হত ৷ এখানে পাপী হিসাবে তাঁরাই গণ্য হতেন, যাঁরা কোনও গুরুতর অপরাধ করেছেন ৷ যেমন- ধর্মত্যাগ, খুন, ব্যভিচার ইত্যাদি ৷ তাঁদের এই নির্দিষ্ট সময় চটের তৈরি পোশাক পরতে হত ৷ তাঁদের গায়ে ছাই, ভস্ম ছিটিয়ে দেওয়া হত এবং এই 40 দিন তাঁরা খ্রিস্টান সমাজ থেকে দূরে থাকতেন ৷ ইস্টার পর্যন্ত এই প্রথাপালন করা হত ৷ অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে এই প্রথা অবলুপ্ত হয়ে যায় ৷

বর্তমানে এই প্রথা কীভাবে পালন করা হয় ?

এখন এই প্রথা একেবারেই প্রতীকী হিসাবে পালন করা হয় ৷ পূর্ববর্তী পাম সানডেতে একটি ছাই তৈরি করা হয় ৷ সেই ছাই ক্যাথলিক গির্জাগুলিতে সংরক্ষিত করে রাখা হয় ৷ গির্জায় আসা মানুষ সেই ছাই দিয়ে নিজেদের কপালে ক্রুশ আঁকেন ৷ যাকে পাপ স্বীকারের প্রতীক বা প্রমাণ হিসাবে গণ্য করা হয় ৷

আরও পড়ুন:মৃতদেহের পাশে সিগারেটের শেষাংশ ! 52 বছর পর খুনের সমাধান

ABOUT THE AUTHOR

...view details