পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas War: যুদ্ধবিরতির ডাক জোরালো হচ্ছে, হামাস নির্মূলের পরিকল্পনা স্পষ্ট নয় নেতানিয়াহুর - হামাসের সঙ্গে ইজরায়েল

Israeli Prime Minister Benjamin Netanyahu: হামাস নির্মূল না-হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ৷ কিন্তু কীভাবে হামাসকে শেষ করা হবে তার পরিকল্পনা সম্পর্কে কিছু জানাননি । অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ক্রমাগত চাপের মুখে ইজরায়েল ৷

Israel Hamas War
হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 9:03 PM IST

ক্যানবেরা, 14 নভেম্বর:হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ পাঁচ সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গাজা নিয়ে তাঁর ভবিষ্যত দৃষ্টিভঙ্গির রূপরেখা সম্পর্কে এখনও কিছু জানাননি । তবে তিনি অনেকবার বলেছেন, গাজা থেকে হামাস নির্মূল না-হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে । কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য তাঁর যুদ্ধ পরিকল্পনা স্পষ্ট নয় । বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধবিরতির ডাক দিয়েছে ৷ দিন দিন সেই আহ্বান আরও জোরালো হচ্ছে ৷ যা চাপ সৃষ্টি করছে ইজরায়েলের উপর ৷

এই পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর সামগ্রিক কৌশল এবং যুদ্ধ পরবর্তীতে কী ঘটতে পারে, তার উপর মনোনিবেশ করা হচ্ছে । ইজরায়েলের সামরিক অভিযানের উপর 200 জনেরও বেশি বন্দির ভাগ্য নির্ভর করছে ৷ যারা হামাসের হাতে বন্দি রয়েছে । ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, বন্দিদের মুক্তি না-দেওয়া পর্যন্ত কোনও যুদ্ধবিরতি হবে না। হামাস জবাব দিয়েছে, যুদ্ধবিরতির আগে কোনও বন্দিকে মুক্তি দেওয়া হবে না ।

উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে নারাজ ৷ গাজা শহরের প্রধান স্বাস্থ্যকেন্দ্র আল শিফা হাসপাতালে ইজরায়েলের দখলে ৷ সেই কারণে হামাস এখন বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা স্থগিত রেখেছে । ইজরায়েল বলেছে, হাসপাতালের নীচে সুড়ঙ্গের মধ্যে একটি হামাস কমপ্লেক্স লুকিয়ে আছে ৷ তবে হামাস সেই দাবি অস্বীকার করেছে ।

গাজার অধিকাংশ জনসংখ্যা এখন স্ট্রিপের দক্ষিণ অংশে ভিড় জমিয়েছে । হামাসের কিছু গুরুত্বপূর্ণ নেতা সম্ভবত সেখানে লুকিয়ে আছে ৷ যুদ্ধ টেনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপিত হয়েছে । তা হল, ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কীভাবে হামাসকে নির্মূল করার অভিযানে সফল হবে, যদি জঙ্গিরা এত জনাকীর্ণ এলাকায় সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকে? নেতানিয়াহু এই বিষয়ে প্রকাশ্যে কোনও ইঙ্গিত দেননি ।

অনেকগুলি মূল প্রশ্নের উত্তর না-থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু এবং বাইডেন প্রশাসনের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে । আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন দু'জনেই বলেছেন যে যুদ্ধের পর ইজরায়েলের গাজা পুনর্দখল করা উচিত নয় । তাঁরা মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্তাইন কর্তৃপক্ষকে হামাসের অপসারণের পর গাজায় তার কর্তৃত্ব বাড়ানোর জন্য অগ্রাধিকারের ইঙ্গিতও দিয়েছেন ।

বিপরীতে নেতানিয়াহু বলেছেন যে, "যুদ্ধের পরে ইজরায়েলকে গাজার নিরাপত্তার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে ।" পাশাপাশি তিনি হামাসের পরবর্তী প্রশাসন হিসাবে গাজায় প্যালেস্তাইন কর্তৃপক্ষকে বিভিন্ন কারণে প্রত্যাখ্যান করেছেন ৷ যার মধ্যে একটি কারণ হল ইজরায়েলের উপর হামাস আক্রমণ চালানোর নিন্দা করেনি প্যালেস্তাইন কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:

  1. গাজার প্রধান হাসপাতালের বাইরে মুহুর্মুহু বিমান হামলা, পালাতে অক্ষম আটকে থাকা লোকেরা
  2. গাজায় যুদ্ধ থামাতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী, আগে পণবন্দিদের ছাড়ার দাবি
  3. প্যালেস্তাইনে ইজরায়েলি বসতির বিরুদ্ধে রাষ্ট্রসংঘের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত

ABOUT THE AUTHOR

...view details