ওয়াশিংটন, 9 নভেম্বর:প্রথম লেফটেন্যান্ট গভর্নর হলেন ইন্দো-আমেরিকান অরুণা মিলার ৷ মঙ্গলবার ইতিহাস গড়েছেন তিনি ৷ আমেরিকার রাজধানীর সংলগ্ন মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর হলেন অরুণা ৷ তিনিই প্রথম ইন্দো-আমেরিকান রাজনৈতিক নেতা ৷ 58 বছর বয়সী মিলার মেরিল্যান্ড হাউজের প্রাক্তন প্রতিনিধি ছিলেন (first Indian American to win Maryland Lieutenant Governor race) ৷
যে কোনও স্টেটে গভর্নর-পরবর্তী সর্বোচ্চ পদ লেফটেন্যান্ট গভর্নর ৷ গভর্নর স্টেটের বাইরে থাকলে বা কোনও ভাবে কর্মক্ষম না হলে লেফটেন্যান্ট গভর্নর তাঁর ভূমিকা পালন করেন ৷ কর্তব্যরত অবস্থায় গভর্নর মারা গেলে, পদত্যাগ করলে অথবা তাঁকে তাঁর অফিস থেকে সরিয়ে দেওয়া হলে নিয়ম অনুযায়ী লেফটেন্যান্ট গভর্নর গভর্নর হন ৷ মঙ্গলবার বিকেলে ভোট সম্পূর্ণ হয় ৷ অরুণা মিলারের প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়েস মুর (Wes Moore) ৷ রিপাবলিকানদের নির্বাচিত লেফটেন্যান্ট গভর্নর ছিলেন তিনি ৷ আবারও তিনি প্রার্থী হন কিন্তু এই এবার তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান অরুণা ৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস মুর ও মিলারের হয়ে প্রচার করেছিলেন ৷
আরও পড়ুন:এশিয়ার 20 জন মহিলা ব্যবসায়ীর মধ্যে তিনজন ভারতীয়, তালিকা প্রকাশ ফোর্বসের