ক্যালিফোর্নিয়া, 4 অগস্ট: দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার হলেন মার্কিন নৌবাহিনীর দুই নাবিক ৷ তাঁরা চিনা গোয়েন্দা আধিকারিকদের সামরিক ক্ষেত্রের গোপনীয় ও সংবেদনশীল তথ্য দিতেন বলে অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে ৷ নিউ ইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে । 22 বছরের জিনচাও ওয়েই, যিনি প্যাট্রিক ওয়েই নামে পরিচিত, তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি আইনের অধীনে চিনাদের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে । নৌ ঘাঁটি সান দিয়েগোতে রাখা অ্যাসল্ট শিপ এসেক্সে কাজ করেন ওয়েই ৷ তদন্তকারীরা বলেছেন যে, তিনি স্পর্শকাতর জাতীয় নিরাপত্তা তথ্য অ্যাক্সেস করার জন্য ছাড়পত্রের অপব্যবহার করেছেন ।
ধৃত দ্বিতীয় নাবিক হলেন 26 বছরের ওয়েনহেং ঝাও, যিনি থমাস নামেও পরিচিত, নিজেকে একজন অর্থনৈতিক গবেষক হিসেবে দাবি করে চিনা গোয়েন্দা আধিকারিককে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবেদনশীল তথ্য দেওয়ার বিনিময়ে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে ৷ ঝাও পোর্ট হুয়েনেমের নৌ ঘাঁটি ভেনচুরা কাউন্টিতে কাজ করেছেন, যেটি প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি বিমান স্কোয়াড্রন ও পরিষেবার নৌ নির্মাণ ব্যাটালিয়নের আবাসস্থল ।
এই অভিযোগগুলি নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্র এবং সেই অঞ্চলে আমেরিকান সামরিক ক্রিয়াকলাপের অন্যান্য দিকগুলির প্রতি চিনা সরকারের গভীর আগ্রহকে প্রতিফলিত করে ৷ মার্কিন কর্পোরেট ও জাতীয় নিরাপত্তা গোপনীয়তা চুরি করার জন্য চিনের বৃহত্তর প্রচেষ্টার অংশ এটি ।