পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US Navy Sailors Held: গোপনীয় তথ্য পাচার করে চিনের চরবৃত্তি ! গ্রেফতার মার্কিন নৌবাহিনীর 2 নাবিক - মার্কিন নৌবাহিনীর দুই নাবিক

Two US Navy sailors arrested: মার্কিন কর্পোরেট এবং জাতীয় নিরাপত্তার গোপনীয় তথ্য চুরি করা ও চিনের হাতে তা তুলে দেওয়ার অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই নাবিককে গ্রেফতার করা হল ৷

US Navy Sailors Held
গ্রেফতার মার্কিন নৌবাহিনীর 2 নাবিক

By

Published : Aug 4, 2023, 3:32 PM IST

ক্যালিফোর্নিয়া, 4 অগস্ট: দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার হলেন মার্কিন নৌবাহিনীর দুই নাবিক ৷ তাঁরা চিনা গোয়েন্দা আধিকারিকদের সামরিক ক্ষেত্রের গোপনীয় ও সংবেদনশীল তথ্য দিতেন বলে অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে ৷ নিউ ইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে । 22 বছরের জিনচাও ওয়েই, যিনি প্যাট্রিক ওয়েই নামে পরিচিত, তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি আইনের অধীনে চিনাদের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে । নৌ ঘাঁটি সান দিয়েগোতে রাখা অ্যাসল্ট শিপ এসেক্সে কাজ করেন ওয়েই ৷ তদন্তকারীরা বলেছেন যে, তিনি স্পর্শকাতর জাতীয় নিরাপত্তা তথ্য অ্যাক্সেস করার জন্য ছাড়পত্রের অপব্যবহার করেছেন ।

ধৃত দ্বিতীয় নাবিক হলেন 26 বছরের ওয়েনহেং ঝাও, যিনি থমাস নামেও পরিচিত, নিজেকে একজন অর্থনৈতিক গবেষক হিসেবে দাবি করে চিনা গোয়েন্দা আধিকারিককে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবেদনশীল তথ্য দেওয়ার বিনিময়ে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে ৷ ঝাও পোর্ট হুয়েনেমের নৌ ঘাঁটি ভেনচুরা কাউন্টিতে কাজ করেছেন, যেটি প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি বিমান স্কোয়াড্রন ও পরিষেবার নৌ নির্মাণ ব্যাটালিয়নের আবাসস্থল ।

এই অভিযোগগুলি নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্র এবং সেই অঞ্চলে আমেরিকান সামরিক ক্রিয়াকলাপের অন্যান্য দিকগুলির প্রতি চিনা সরকারের গভীর আগ্রহকে প্রতিফলিত করে ৷ মার্কিন কর্পোরেট ও জাতীয় নিরাপত্তা গোপনীয়তা চুরি করার জন্য চিনের বৃহত্তর প্রচেষ্টার অংশ এটি ।

গ্রসম্যান বলেন যে, গুপ্তচরবৃত্তি আইনের যে ধারাটির অধীনে ওয়েইকে অভিযুক্ত করা হয়েছিল, অপরাধের গুরুত্বের নিরিখে তা গত কয়েক বছরে মাত্র কয়েকবার ব্যবহার করা হয়েছে । বিশ্বাসঘাতকতা বিশেষ করে সান দিয়েগোতে এনেক বেশি হয়েছে ৷ তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে সান দিয়েগোর সত্যিই একটি ইতিহাস রয়েছে । তাঁর কথায়, "তাই এই কাজ সান দিয়েগোর জন্য একেবারেই ব্যক্তিগত, এবং আমরা এর পক্ষে দাঁড়াব না ৷"

আরও পড়ুন:ভারত-পাকিস্তান সরাসরি কথা বলুক, চাইছে আমেরিকা

প্রসিকিউটররা বলেছেন যে, ওয়েই চিনাদের জন্য 2022 সালের গোড়ার দিকে কাজ শুরু করেছিলেন । নৌবাহিনীর একজন মেশিনিস্টের সঙ্গী হিসাবে কাজ করতেন তিনি ৷ তিনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে ছোট পাম্প থেকে শুরু করে রেফ্রিজারেটর, একটি জাহাজকে সমুদ্রের মধ্যে দিয়ে চালিত করার জন্য বড় যন্ত্রপাতি পর্যন্ত বিভিন্ন সরঞ্জামের রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষিত । তিনি তাঁর হ্যান্ডলারকে মার্কিন যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ও অস্ত্রের ক্ষমতা এবং সেইসঙ্গে তাঁদের দুর্বলতার তথ্য প্রদান করেছিলেন ৷ এনক্রিপ্ট করা প্ল্যাটফর্মের মাধ্যমে চিনাদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details