ইসলামাবাদ, 12 অগস্ট:পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হচ্ছেন আনওয়ার উল হক কাকর ৷ নিয়ম মেনেই এই পদক্ষেপ করেছেন সে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷ আগামী 90 দিনের মধ্যে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা, ভোটের মাধ্যমে যতদিন না নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন, ততদিন পাকিস্তান সরকারের দায়িত্ব সামলাবেন আনওয়ার উল হক কাকর ৷ বর্তমানে আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান, এই পরিস্থিতিতে এই তিন মাস সরকার চালানো চ্যালেঞ্জ হতে পারে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর কাছে ৷ পাকিস্তানের কেয়ার টেকার সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন আনওয়ার উল হক কাকর ৷
জানা গিয়েছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে আনওয়ার উল হক কাকরকে বেছে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিরোধী দলনেতা রাজা রিয়াজ ৷ উল্লেখ্য, শনিবারই প্রধানমন্ত্রী পদে মেয়ার শেষ হয়েছে শেহবাজ শরিফের ৷ তার আগে 9 অগস্টই পাক ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে ভোটের ঘোষণা করেছেন শেহবাজ ৷ তবে কবে ভোট হবে সেই নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি, নিয়ম অনুযায়ী ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচন হওয়ার কথা ৷