পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিয়ের পর নাম বদলে ফতিমা! পাকিস্তান থেকে দেশে ফিরে অঞ্জু বললেন,'আমার কিছু বলার নেই' - India Pakistan

Anju alias Fatima returns back to India: জুলাই মাসে পাকিস্তানে গিয়ে সোশাল মিডিয়ার বন্ধুকে বিয়ে করেছিলেন অঞ্জু ৷ সেই সময় তাঁকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল ৷ বুধবার সন্ধ্যা নাগাদ তিনি ভারতে ফিরে আসেন ৷ কেন ?

ETV Bharat
ভারতে ফিরে এসেছেন অঞ্জু

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 8:02 AM IST

অমৃতসর, 30 নভেম্বর: ভারতে ফিরে এলেন অঞ্জু ওরফে ফতিমা ৷ জুলাই মাসের শেষ দিকে প্রেমিকের সঙ্গে দেখা করতে তিনি পাকিস্তানে গিয়েছিলেন ৷ সেখানে গিয়ে প্রেমিক নাসরুল্লাহকে বিয়েও করেন তিনি ৷ এরপর এমন কী হল যে 4 মাসের মধ্যে তিনি দেশে ফিরলেন ৷ এ বিষয়ে তিনি অবশ্য কোনও রা কাড়েননি ৷

বুধবার দেশে পা রাখতেই তাঁকে সাংবাদিকরা ঘিরে ধরেন ৷ তবে তাঁর মুখ থেকে ভারতে ফেরা নিয়ে কোনও উত্তর পাওয়া যায়নি ৷ বারবার তিনি একটাই কথা বলেন, "আমার কিছু বলার নেই ৷" এদিন তিনি ভারত-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন ৷ এরপর তাঁকে অমৃতসর এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তিনি দিল্লির জন্য বিমানে উঠেছেন ৷

অঞ্জু মধ্যপ্রদেশের গুনা জেলার বাসিন্দা ৷ তাঁর সঙ্গে বিয়ে হয় উত্তরপ্রদেশের বালিয়া জেলার অরবিন্দ মীনার ৷ তাঁদের দুই সন্তানও আছে ৷ অঞ্জু-অরবিন্দ রাজস্থানে থাকতেন ৷ এই বছর জুলাই মাসের শেষ দিকে অঞ্জু রাজস্থানের আলওয়ার থেকে পাকিস্তানে চলে যান ৷

2019 সাল থেকে 5 বছর ধরে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নাসরুল্লাহর ৷ তিনি পাকিস্তানের পাখতুনখোওয়া প্রদেশের বাসিন্দা ৷ তাঁকে বিয়ে করতেই অঞ্জু স্বামী ও দুই সন্তানকে রেখে প্রতিবেশী দেশে যান ৷ 21 জুলাই ট্যুরিস্ট ভিসা নিয়ে তিনি পাকিস্তানে পৌঁছন ৷ জানা গিয়েছিল, 20 অগস্ট ভিসার মেয়াদ ফুরনোর পরেই তিনি দেশে ফিরবেন ৷

এদিকে সেখানে পৌঁছনোর পর প্রথম দিকে তাঁকে বিয়ে না-করার কথাই জানিয়েছিলেন তাঁর 'সোশাল মিডিয়া বন্ধু' নাসরুল্লাহ ৷ পরে 25 জুলাই অঞ্জু-নাসরুল্লাহর বিয়ে হয় ৷ বিয়ের আগে অঞ্জু ধর্মান্তরণ করেন এবং তাঁর নাম হয় ফতিমা ৷ তবে পাকিস্তান সরকার অঞ্জু ওরফে ফতিমার ভিসার মেয়াদ এক বছর বৃদ্ধি করে ৷

সে সময় অঞ্জুর দ্বিতীয় স্বামী নাসরুল্লাহ একটি ভিডিয়ো বার্তায় বলেছিলেন, "আমরা নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি-র জন্য অপেক্ষা করছি ৷ ইসলামাবাদে অভ্যন্তরীন মন্ত্রকে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আমরা আবেদন জানিয়েছি ৷ তবে এই এনওসি প্রক্রিয়াটি দীর্ঘ ৷ এটা সম্পূর্ণ হতে সময় লাগবে ৷" তিনি আরও জানিয়েছিলেন, এই নথিগুলি একবার তৈরি হয়ে গেলেই অঞ্জু ওরফে ফতিমা ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত করতে পারবে ৷ এরপর আর অঞ্জু খবরের শিরোনামে আসেননি ৷ 29 নভেম্বর তিনি ভারতে ফিরে আসায় তাঁকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন:

  1. অঞ্জু এখন ফতিমা, ভারতে ফেরা নিয়ে ভিডিয়ো বার্তায় বড় দাবি স্বামী নাসরুল্লাহর
  2. ইসলাম গ্রহণ করে অঞ্জু এখন ফতিমা, বিয়ে করলেন পাকিস্তানি ফেসবুক বন্ধুকে
  3. সীমান্ত পেরিয়ে ফেসবুক বন্ধুর কাছে গিয়ে অন্যায় করেছে অঞ্জু, বলছেন বাবা

ABOUT THE AUTHOR

...view details