অমৃতসর, 30 নভেম্বর: ভারতে ফিরে এলেন অঞ্জু ওরফে ফতিমা ৷ জুলাই মাসের শেষ দিকে প্রেমিকের সঙ্গে দেখা করতে তিনি পাকিস্তানে গিয়েছিলেন ৷ সেখানে গিয়ে প্রেমিক নাসরুল্লাহকে বিয়েও করেন তিনি ৷ এরপর এমন কী হল যে 4 মাসের মধ্যে তিনি দেশে ফিরলেন ৷ এ বিষয়ে তিনি অবশ্য কোনও রা কাড়েননি ৷
বুধবার দেশে পা রাখতেই তাঁকে সাংবাদিকরা ঘিরে ধরেন ৷ তবে তাঁর মুখ থেকে ভারতে ফেরা নিয়ে কোনও উত্তর পাওয়া যায়নি ৷ বারবার তিনি একটাই কথা বলেন, "আমার কিছু বলার নেই ৷" এদিন তিনি ভারত-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন ৷ এরপর তাঁকে অমৃতসর এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তিনি দিল্লির জন্য বিমানে উঠেছেন ৷
অঞ্জু মধ্যপ্রদেশের গুনা জেলার বাসিন্দা ৷ তাঁর সঙ্গে বিয়ে হয় উত্তরপ্রদেশের বালিয়া জেলার অরবিন্দ মীনার ৷ তাঁদের দুই সন্তানও আছে ৷ অঞ্জু-অরবিন্দ রাজস্থানে থাকতেন ৷ এই বছর জুলাই মাসের শেষ দিকে অঞ্জু রাজস্থানের আলওয়ার থেকে পাকিস্তানে চলে যান ৷
2019 সাল থেকে 5 বছর ধরে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নাসরুল্লাহর ৷ তিনি পাকিস্তানের পাখতুনখোওয়া প্রদেশের বাসিন্দা ৷ তাঁকে বিয়ে করতেই অঞ্জু স্বামী ও দুই সন্তানকে রেখে প্রতিবেশী দেশে যান ৷ 21 জুলাই ট্যুরিস্ট ভিসা নিয়ে তিনি পাকিস্তানে পৌঁছন ৷ জানা গিয়েছিল, 20 অগস্ট ভিসার মেয়াদ ফুরনোর পরেই তিনি দেশে ফিরবেন ৷
এদিকে সেখানে পৌঁছনোর পর প্রথম দিকে তাঁকে বিয়ে না-করার কথাই জানিয়েছিলেন তাঁর 'সোশাল মিডিয়া বন্ধু' নাসরুল্লাহ ৷ পরে 25 জুলাই অঞ্জু-নাসরুল্লাহর বিয়ে হয় ৷ বিয়ের আগে অঞ্জু ধর্মান্তরণ করেন এবং তাঁর নাম হয় ফতিমা ৷ তবে পাকিস্তান সরকার অঞ্জু ওরফে ফতিমার ভিসার মেয়াদ এক বছর বৃদ্ধি করে ৷
সে সময় অঞ্জুর দ্বিতীয় স্বামী নাসরুল্লাহ একটি ভিডিয়ো বার্তায় বলেছিলেন, "আমরা নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি-র জন্য অপেক্ষা করছি ৷ ইসলামাবাদে অভ্যন্তরীন মন্ত্রকে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আমরা আবেদন জানিয়েছি ৷ তবে এই এনওসি প্রক্রিয়াটি দীর্ঘ ৷ এটা সম্পূর্ণ হতে সময় লাগবে ৷" তিনি আরও জানিয়েছিলেন, এই নথিগুলি একবার তৈরি হয়ে গেলেই অঞ্জু ওরফে ফতিমা ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত করতে পারবে ৷ এরপর আর অঞ্জু খবরের শিরোনামে আসেননি ৷ 29 নভেম্বর তিনি ভারতে ফিরে আসায় তাঁকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে ৷
আরও পড়ুন:
- অঞ্জু এখন ফতিমা, ভারতে ফেরা নিয়ে ভিডিয়ো বার্তায় বড় দাবি স্বামী নাসরুল্লাহর
- ইসলাম গ্রহণ করে অঞ্জু এখন ফতিমা, বিয়ে করলেন পাকিস্তানি ফেসবুক বন্ধুকে
- সীমান্ত পেরিয়ে ফেসবুক বন্ধুর কাছে গিয়ে অন্যায় করেছে অঞ্জু, বলছেন বাবা