ওয়াশিংটন ডিসি, 11 অগস্ট:মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা প্রকাশ মার্কিন অভিনেত্রী তথা গায়িকা মেরি মিলবেনের ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী মোদি সর্বদা উত্তর-পূর্ব রাজ্যের মানুষের জন্য লড়াই করে এসেছেন ৷ লোকসভায় বিরোধীদের অনাস্থা প্রস্তাবে মোদির জবাবি ভাষণের পরেই মিলবেন একথা বলেন ৷ তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে মেরি মিলবেন লিখেছেন, ‘‘ভারতবাসীর তাদের নেতার উপর বিশ্বাস রয়েছে ৷’’ তিনি দাবি করেছেন, বিরোধীরা কোনও তথ্য ছাড়াই চিৎকার করে যাচ্ছেন ৷ তবে, হঠাৎই মেরি মিলবেনের এই মোদিস্তুতি সকলকে অবাক করেছে ৷ বিশেষত, যে কোনও ইস্যুতে কেন্দ্রের তরফে ‘ভারতের অভ্যন্তরীণ’ বিষয়ে বৈদেশিক হস্তক্ষেপের বিরোধিতা করা হয় ৷ সেখানে মিলবেনের পোস্ট নিয়েও কোনও মন্তব্য করা হয়নি কেন্দ্রের তরফে ৷
মার্কিন এই গায়িকা সোশাল মিডিয়ায় দাবি করেছেন, তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর পূর্ণ আস্থা রয়েছে এবং তাঁর জন্য প্রার্থনা করবেন ৷ এই ইস্যুতে ‘আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনে’র প্রয়াত নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বক্তব্য তুলে ধরেন ৷ মেরি মিলবেন উল্লেখ করেন, ‘‘লেট ফ্রিডম রিং ৷’’ মার্কিন গায়িকা টুইটে লেখেন, ‘‘ভারতের তার নেতার প্রতি বিশ্বাস রয়েছে ৷ ভারতের মণিপুরের, মা, বোন এবং সকল মহিলা সুবিচার পাবেন ৷ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদা আপনাদের স্বাধীনতার পক্ষে লড়াই করবেন ৷’’