ভার্জিনিয়া, 2 জুন :স্বস্তি পেলেন জনি ডেপ ৷ তাঁর প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে করা মানহানির মামলায় 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান'-এর অভিনেতার জয় হল ৷ এই মামলা জিতে প্রাক্তন স্ত্রীর থেকে 1 কোটি 35 হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পাবেন তিনি ৷ আদালতের রায় অনুযায়ী প্রাক্তন স্ত্রী অ্যামবার হার্ড তাঁকে এই বিপুল পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেবেন ৷ অন্যদিকে, ডেপও অ্যামবারকে মাত্র 20 লক্ষ মার্কিন ডলার দিতে বাধ্য ৷ ছ'হপ্তা ধরে চলা ট্রায়ালের পর এই নির্দেশ দিয়েছে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স-এর 7 সদস্যের বিচারপতির বেঞ্চ (Amber Heard to pay over 10 million as Johnny Depp wins defamation case) ৷
ঘটনার সূত্রপাত 2018-য় 'দ্য ওয়াশিংটন পোস্ট'-এ অ্যামবার হার্ডের লেখা একটি উত্তর-সম্পাদকীয় ৷ যেখানে তিনি নিজেকে গার্হস্থ্য হিংসার শিকার বলে উল্লেখ করেন ৷ সম্পাদকীয়র শিরোনামে হলিউড অভিনেত্রী লিখেছিলেন, "আমি যৌন নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছি ৷ এর ফলে আমাদের সমাজে সাংস্কৃতিক জগতের কোপের মুখেও পড়েছি ৷ এটার পরিবর্তন হওয়া উচিত ৷" এতে তিনি নির্দিষ্ট কারও নাম বা জনি ডেপের নামোল্লেখ করেননি ৷ আর ততদিনে জনি-অ্যামবার্ডের ডিভোর্স হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন : Cannes 2022 : 'আমাদের ধর্ষণ করা বন্ধ হোক', কানে রেড কার্পেটে প্রতিবাদে সরব অর্ধনগ্ন ইউক্রেনীয় মহিলা
নাম না নিলেও জনি অ্যামবার হার্ডের এই উত্তর-সম্পাদকীয়তে ভীষণ রকম চটে লেখিকা প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন ৷ সেই শুরু ৷ মানহানির মামলা জিতে ডেপ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, "ছ'বছর আগে আমার জীবন, আমার বাচ্চাদের জীবন, যাঁরা আমার কাছাকাছি তাঁদের জীবন এবং যাঁরা দিনের পর দিন ধরে আমায় সমর্থন করেছেন এবং বিশ্বাস রেখেছেন, তাঁদের সকলের জীবন যেন চিরতরে বদলে গিয়েছিল ৷ চোখের পলকে সব পাল্টে গিয়েছিল ৷" তিনি জানিয়েছে অ্যামবার হার্ড তাঁর বিরুদ্ধে গুরুতর এবং মিথ্যে অভিযোগ এনেছিলেন ৷ এর ছড়িয়ে পড়াকে তিনি পৃথিবী ঘোরার সঙ্গে তুলনা করে লিখেছেন, "এক ন্যানোসেকেন্ডে এই অভিযোগ পৃথিবীটাকে দু'বার ঘুরে ফেলেছে ৷ ভূকম্পনের মতোই প্রভাবিত করেছে আমার জীবন এবং আমার কেরিয়ারকে ৷ এখন ছ'বছর পর জুরি আমায় জীবন ফিরিয়ে দিয়েছে ৷ আমি সত্যিই কৃতজ্ঞ ৷"
তবে এখানেই খান্ত হননি ক্যারিবিয়ানের জলদস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ৷ তিনি জানিয়েছেন, এই রায় সারা দুনিয়ার মহিলাদের জন্য একটা ধাক্কা ৷ হ্যাঁ, কারণ হলি-অভিনেত্রী অ্যামবার হার্ড তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "এই রায়ে আমি এতটাই হতাশ যে শব্দে প্রকাশ করতে পারব না ৷ আমার হৃদয় ভেঙে গিয়েছে ৷ পাহাড়সম প্রমাণ থাকলেও তা এই অসম শক্তি, প্রভাবের জন্য যথেষ্ট ছিল না এবং তা আমার প্রাক্তন স্বামীর পক্ষেই গিয়েছে ৷ এই রায়ের ফল অন্য মহিলাদের জীবনে কী হবে, তা ভেবে আমি আরও বেশি নিরাশ হয়ে পড়ছি ৷ এটা একটা ধাক্কা ৷"
আরও পড়ুন : Kangana Ranaut on Will Smith : আমিও একই কাজ করতাম, স্মিথের চড় মারার সমর্থনে মুখ খুললেন কঙ্গনা
জনি ডেপ আর অ্যামবার হার্ডের প্রথম দেখা হয় 'দ্য রাম ডায়েরি'-র সেটে, 2009 সালে ৷ এর কয়েক বছর পর থেকে তাঁর ডেটিং শুরু করেন ৷ 2015-য় বিয়ে করেন ৷ 2016-য় অ্যামবার হার্ড ডিভোর্সের মামলা দায়ের করেন ৷ পাশাপাশি ডেপের বিরুদ্ধে অভিযোগ আনেন, তিনি মাদক বা মদ খেয়ে নেশা করতেন এবং হার্ডের উপর শারীরিক অত্যাচার চালাতেন ৷ যদিও ডেপ এই অভিযোগ অস্বীকার করে বলেন, "এই শ্লীলতাহানির অভিযোগ এনে অর্থনৈতিক অবস্থা সুরক্ষিত করার চেষ্টা করছেন অ্যামবার ৷" যাইহোক, 2017-য় পাকাপাকি ডিভোর্স হয়ে যায় দু'জনের ৷ কিন্তু যা হয়েও হইল না শেষ ৷ "এখনও সবেচেয়ে সেরাটা বাকি রয়েছে এবং একটা নতুন অধ্যায়ের সবেমাত্র শুরু ৷ সত্য কখনও চাপা থাকে না", লিখেছেন জয়ী জনি ডেপ ৷