ওয়াশিংটন, 15 নভেম্বর: টুইটার, মেটার পর এবার আমাজন । দুই বহুজাতিক সংস্থার পর এবার গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ই-কমার্স ডেলিভারি সংস্থা । জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে অ্যামাজন (Amazon India employee firing) । ফলে এক সপ্তাহের মধ্যেই প্রায় 10 হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করার কথা ভেবেছে সংস্থাটি (Amazon Plans To Lay Off 10000 Employees) ।
যদি মোট ছাঁটাইয়ের সংখ্যা এটিই হয় তবে এটি হবে অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই । যদিও ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা সংস্থার মোট কর্মীর 1 শতাংশেরও কম । জানা গিয়েছে, কোপ পড়বে মূলত আলেক্সা ভয়েস অ্যাসিট্যান্ট-সহ মতো ডিভাইস ভিত্তিক গ্রুপের উপর (Amazon job cuts reason) । ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন এক মাস ধরে পর্যালোচনার পর, কিছু অলাভজনক বিভাগের কর্মচারীদের কাজ থেকে নিস্কৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে (Amazon terminates employees) ।