কলকাতা ও ঢাকা, 12 সেপ্টেম্বর: দুর্গাপুজোর (Durga Puja 2022) আগে হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন ৷ তাই ব্যস্ততা বেড়েছে বাংলাদেশের (Bangladesh) কুমোরপাড়ায় ৷ দিন-রাত এক করে প্রতিমা গড়ে চলেছেন মৃৎশিল্পীরা ৷ অন্যদিকে, ব্যস্ততা বেড়েছে পুজো উদ্য়োক্তা এবং প্রশাসনিক কর্তাব্যক্তিদের মধ্য়েও ৷ একুশের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা ৷ বাইশে তার পুনরাবৃত্তি ঠেকাতে তাই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রবিবার ঢাকায় এ নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (Asaduzzaman Khan) ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা বিভাগ-সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা ৷ একইসঙ্গে, 'বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ'-এর তরফ থেকে বৈঠকে যোগ দিয়েছিলেন উপদেষ্টা কাজল দেবনাথ ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি সম্পর্কে বিশদে আলোচনা করেন তিনি ৷
কাজল জানিয়েছেন, পুজোমণ্ডপগুলিতে কট্টরপন্থীদের হামলা ঠেকাতে সর্বক্ষণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে ৷ এক্ষেত্রে প্রশাসনের তরফে যেমন প্রয়োজনে পুলিশ মোতায়েন করা হবে তেমনই পুজো কমিটির কয়েকজন সদস্য 24 ঘণ্টা মণ্ডপে উপস্থিত থাকবেন ৷ দফায় দফায় ছোট ছোট দলে ভাগ হয়ে মণ্ডপ পাহারা দেবেন তাঁরা ৷ এছাড়াও, মোবাইল ভ্যানে পুলিশের লাগাতার টহল চলবে ৷ কোনও অঘটনের ইঙ্গিত পেলেই বিশেষ নম্বরে ফোন করে তাঁদের সাহায্য়ের জন্য ডাকা যাবে ৷ উদ্য়োক্তাদের কাছে স্থানীয় থানার ওসি ও জেলার পুলিশ সুপারদের নম্বর থাকবে ৷ প্রয়োজনে সেই নম্বরে ফোন করেও সাহায্য পাওয়া মিলবে ৷ প্রত্য়েকটি মণ্ডপে সিসিটিভি ক্য়ামেরা লাগাতে হবে ৷ সেইসঙ্গে, পুজোর দিনগুলিতে সমস্ত পুজোমণ্ডপে বিদ্যুতের সংযোগ অটুট রাখারও নিশ্চয়তা দেওয়া হয়েছে সরকারের তরফে ৷ এছাড়াও, 'বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ'-এর বর্ধিত সভায় যে 21 দফা নির্দেশিকা পাশ করানো হয়েছিল, তা প্রত্য়েক পুজোকমিটিকে মেনে চলতে বলা হয়েছে ৷