পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Al-Qaeda chief Death: মার্কিন ড্রোন হামলায় নিহত আল-কায়দা প্রধান, ঘোষণা বাইডেনের - Al Qaeda chief Death

কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি (Ayman al-Zawahiri killed in Drone strike by US) ।

Ayman al-Zawahiri
Ayman al-Zawahiri

By

Published : Aug 2, 2022, 6:42 AM IST

Updated : Aug 2, 2022, 9:40 AM IST

কাবুল, 2 অগস্ট: আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলা । নিহত আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি । হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল নাগাদ (Al-Qaeda chief Ayman al-Zawahiri) । টুইটারের আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন লিখেছেন, "শনিবার, আমার নির্দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে আফগানিস্তানের কাবুলে একটি বিমান হামলা চালায় । যাতে আল-কায়দার আমির (প্রধান), আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছে । যথার্থ বিচার হয়েছে ।"

টুইট করে হামলার কথা স্বীকার করে নিয়েছেন তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ (Spokesman of Islamic Emirate of Afghanistan Zabihullah Mujahid) । যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি লিখেছেন, "এই ধরনের পদক্ষেপ গত 20 বছরের ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি । এটি একপ্রকার আন্তর্জাতিক চুক্তিভঙ্গের সামিল । এই ঘটনা দু'দেশের সম্পর্কে প্রভাব ফেলবে ।"

আরও পড়ুন : সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় হত শীর্ষ আল কায়দা নেতা

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (Central Intelligence Agency) ড্রোন হামলায় নিহত হয়েছেন আল-জাওয়াহিরি । মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, 2011 সালে আল-কায়দা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর জঙ্গি গোষ্ঠীর জন্য এটি সবচেয়ে বড় আঘাত ।

11 সেপ্টেম্বর, 2001- মঙ্গলবার সকালে হঠাৎই কেঁপে ওঠে নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণের দু'টি বিল্ডিং, টুইন টাওয়ারস ৷ দু'টি আত্মঘাতী জঙ্গি বিমান টুইন টাওয়ার্সে ধাক্কা মেরে ভেঙে পড়ে ৷ প্রায় 3 হাজার মানুষ মারা গিয়েছিলেন আল-কায়দার জঙ্গি হামলায় ৷ দেশবাসীর মন থেকে এদিন মুছে ফেলা সম্ভব না হলেও 9/11-পরবর্তী প্রত্যেক প্রেসিডেন্টের কাছে এই জঙ্গিগোষ্ঠীকে শেষ করাটা চ্যালেঞ্জ ছিল ৷ 2011-য় ওসামাকে নিকেশের পরিকল্পনা সফল হয়েছিল প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ৷ মে-তে 'অপারেশ নেপচুন স্পিয়ার' নামক সামরিক অভিযানে পাকিস্তানে খতম হয় লাদেন ৷ তারপর জো বাইডেন গত সপ্তাহে আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করার অনুমতি দেন ৷ এবার খতম হল লাদেন-সহকারী জাওয়াহিরি ৷

Last Updated : Aug 2, 2022, 9:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details