পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas Conflict: ইজরায়েলি বিমান হানায় গাজায় নিহত আল জাজিরার সাংবাদিকের পরিবারের চার সদস্য - Israel

Israeli airstrike in Gaza: গাজার নুসিরাতে শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমান হানা ৷ নিহতদের মধ্যে রয়েছেন এক সাংবাদিকের পরিবারের একাধিক সদস্য ৷ সাধারণ মানুষের উপর কেন হামলা, এই প্রশ্ন উঠেছে ৷ এই বিষয়ে ইজরায়েলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি ৷

Israel-Hamas Conflict
Israel-Hamas Conflict

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 2:11 PM IST

কায়রো, 26 অক্টোবর: গাজায় ইজরায়েলের বিমান হানায় নিহত এক সাংবাদিকের স্ত্রী এবং ছেলে ও মেয়ে ৷ ওই সাংবাদিকের নাম ওয়ায়েল দাহদুহ ৷ তিনি গাজা উপত্যকায় আল জাজিরার প্রধান সংবাদদাতা ৷ বুধবার রাতে এই ঘটনাটি ঘটে ৷ সেই সময় ওয়ায়েল দাহদুহ অবরুদ্ধ গাজা অঞ্চলের রাতের আকাশের লাইভ ছবি সম্প্রচারে সাহায্য করছিলেন ৷ তখনই তিনি পরিবারের সদস্যদের মর্মান্তিক পরিণতির খবর পান ৷

কিছুক্ষণ পর কাতার ভিত্তিক ওই স্যাটেলাইট চ্যানেলে দেখা যায় যে ওই সাংবাদিক গাজার আল-আকসা হাসপাতালে প্রবেশ করছেন ছেলের দেহ সনাক্ত করার জন্য ৷ এর পর তাঁকে বলতে শোনা যায়, "তারা আমাদের সন্তানদের নিয়ে আমাদের উপর প্রতিশোধ নিল ?" তখনও তিনি যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাংবাদিকদের জন্য দেওয়া বিশেষ পোশাক পরে ৷ সংশ্লিষ্ট চ্যানেলের তরফে প্রায় ঘণ্টাদুয়েক পরে জানানো হয় যে ওই হামলায় ওয়ায়েল দাহদুহর নাতিও নিহত হয়েছে ৷

বছর তিপান্নর ওই সাংবাদিকের এই ভিডিয়োটি মুহূর্তে ভাইরাল হয় ৷ ছড়িয়ে পড়ে আরব বিশ্বে ৷ অনেকেই এই ঘটনার নিন্দা করেন ৷ উল্লেখ্য, ওয়ায়েল দাহদুহ প্যালেস্তাইনে সাংবাদিক হিসেবে পরিচিত ৷ অতীতে বেশ কয়েকটি যুদ্ধে সাংবাদিক হিসেবে তিনি কাজ করেছেন ৷ এবার গাজার মানুষের সমস্যার কথা তিনি নিজের প্রতিবেদনের মাধ্য়মে তুলে ধরেছেন ক্রমাগত ৷

আরও পড়ুন:হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, দাবি ইজরায়েলের

আল জাজিরা জানিয়েছে, গাজার একটি এলাকায় অবস্থিত নুসিরাত শরণার্থী শিবিরে আরও অনেকের সঙ্গে আশ্রয় নিয়েছিল দাহদুহের পরিবার ৷ সেখানেই বুধবার রাতে ইজরায়েলের বিমান হানা হয় ৷ সেই হানায় দাহদুহের পরিবারের সদস্যদের মর্মান্তিক পরিণতি হয় ৷ তাঁর পরিবারের এখনও অনেক সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ তাঁদের মধ্যে কেউ মারা গিয়েছেন কি না, সেই বিষয়টি স্পষ্ট নয় ৷

এদিকে যে মুহূর্তে ওই সাংবাদিকদের পরিবারের সদস্যদের মৃত্যু সংবাদ পান, সেই নিয়ে একটি অডিয়ো রেকর্ডিং পরে সম্প্রচার করা হয় আল জাজিরা চ্যানেলে ৷ সেখানে দাহদুহকে বারবার বলতে শোনা যায়, ‘‘তুমি কার সঙ্গে রয়েছো ?’’ স্থানীয় আধিকারিকদের থেকে জানা গিয়েছে, ইজরায়েলের একটি বিমান হানায় অন্তত 26 জন নিহত হন গাজায় ৷ সেই সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন ওই সাংবাদিক ৷ তখনই তাঁর কাছে ওই মর্মান্তিক খবর আসে ৷

উল্লেখ্য, ইজরায়েলের তরফে বারবার গাজার বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যেতে বলা হয়েছে ৷ সেই অনুযায়ী অনেকেই সুরক্ষিত থাকতে নুসিরাত-সহ মধ্য ও দক্ষিণ গাজার দিকে চলে যান ৷ সেখানেই তাঁরা একাধিক শরণার্থী শিবিরে আশ্রয় নেন ৷ তার পরও কেন সেখানে হামলা চালানো হল, সেই প্রশ্ন তুলেছেন ওই সাংবাদিক ৷

আরও পড়ুন:ইজরায়েল নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে, গাজায় স্থলাভিযান প্রসঙ্গে বাইডেন-বার্তা

গত 7 অক্টোবর ইজরায়েলের উপর অতর্কিতে হামলা চালায় হামাস ৷ তার পর থেকে হামাসের উপর পালটা হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ হামাসের হামলাও চলছে ৷ ফলে গত 19 দিন ধরে মধ্যপ্রাচ্যের এই অংশ যুদ্ধবিধ্বস্ত হয়ে রয়েছে ৷ এই পরিস্থিতিতে গাজায় বসবাসকারীদের মধ্যে অন্তত 1 মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন ৷ তাঁরা বিভিন্ন জায়গায় শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছেন ৷

গাজার স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এখনও পর্যন্ত সাড়ে ছ’হাজার ফিলিস্তিনি ইজরায়েলি হানায় নিহত হয়েছেন ৷ অ্যাসোসিয়েট প্রেস অবশ্য় মৃতের সংখ্যা যাচাই করতে পারেনি ৷ অন্যদিকে ইজরায়েলের দাবি, হামাসের হামলায় 1400 জনের বেশি মানুষ ইজরায়েলের নিহত হয়েছেন ৷ প্রথমদিন হামাসের হামলায় বেশিরভাগ মানুষ নিহত হয়েছেন ৷

আরও পড়ুন:যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি, স্থলাভিযানের আগে গাজায় বোমাবর্ষণ ইজরায়েলি সেনার

ABOUT THE AUTHOR

...view details