রবিন্সভিল (মার্কিন যুক্তরাষ্ট্র), 11 অক্টোবর:মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে উদ্বোধন হল অক্ষরধাম মন্দিরের ৷ এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং পশ্চিম গোলার্ধের বৃহত্তম হিন্দু মন্দির ৷ 191 ফুট উচ্চতায় 185 একর এলাকা জুড়ে তৈরি হয়েছে রবিন্সভিল সিটি নিউ জার্সির অক্ষরধাম মন্দির ৷
নিউ ইয়র্ক সিটি থেকে 99 কিলোমিটার দক্ষিণে অবস্থিত মন্দিরটি আট অক্টোবর বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ নেতা মহন্ত স্বামী মহারাজের উপস্থিতিতে উদ্বোধন করা হয় ৷ এই অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত উপস্থিত ছিলেন । মহন্ত স্বামী মহারাজ বলেন, "এটি ছিল প্রমুখ স্বামী মহারাজের ঐশ্বরিক ইচ্ছা ৷ তিনি উত্তর আমেরিকায় একটি অক্ষরধাম মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন, যেখানে জাতি, ধর্ম নির্বিশেষে লোকেরা আসতে পারবেন এবং তা দর্শন করতে পারবেন ৷"
উদ্বোধনী অনুষ্ঠানে ডেলাওয়ারের গভর্নর জন কার্নি এবং কংগ্রেসম্যান স্টেনি হোয়ার উপস্থিত ছিলেন । শীর্ষ বিএপিএস নেতা জ্ঞানবৎসলদাস স্বামী সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "এটি এই বিশ্ব গ্রহের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির এবং অবশ্যই পশ্চিম গোলার্ধের বৃহত্তম, যা আট অক্টোবর, মহন্ত স্বামী মহারাজের 90তম জন্মদিন উদযাপনে উদ্বোধন করা হয়েছে ৷ এটি এই সমাজের জন্য মানবতার জন্য উত্সর্গীকৃত হয়েছে ৷"