কাঠমাণ্ডু, 29 মে : যাত্রাপথে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল বিমান ৷ নেপালের পাহাড়ি এলাকায় একটি ছোটো বিমান হারিয়ে যায় ৷ বিমানে কর্মী সমেত 22 জন যাত্রী রয়েছেন ৷ যার মধ্যে 4 জন ভারতীয়, 3 জন জাপানি এবং বাকিরা নেপালি (Aircraft with 22 people on board flying missing in Nepal's mountains on Sunday) ৷ রবিবার সকাল 9.55 মিনিট থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷
9এনএইটি এয়ারক্রাফ্টটি নেপালের পোখারা থেকে জমসমের দিকে যাচ্ছিল ৷ মাত্র 15 মিনিটে সময়ের যাত্রাপথ ছিল ৷ পুলিশ আধিকারিক রমেশ থাপা জানিয়েছেন, টোয়াইন ওটার এয়ারক্রাফ্টের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ৷ তবে তল্লাশি অভিযান চলছে ৷ বিগত বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল ৷ তার মধ্যেও বিমান পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছিল ৷ এই রুটে বিমানগুলিকে পাহাড়ের মধ্যে দিয়ে উপত্যকায় নামতে হয় ৷