পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Air India to Buy Boeing: এয়ারবাসের পর বোয়িং, মোট 470 টি বিমান কিনবে এয়ার ইন্ডিয়া

বোয়িং এবং এয়ার ইন্ডিয়ার একটি চুক্তি হয়েছে (Air India to Buy Boeing) ৷ এর ফলে 34 বিলিয়ন টাকা দিয়ে মোট 220টি বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া ৷

By

Published : Feb 15, 2023, 11:55 AM IST

Air India to Buy Boeing
এয়ার ইন্ডিয়া

ওয়াশিংটন, 15 ফেব্রুয়ারি: দ্বিতীয় এভিয়েশন চুক্তি করল টাটা ৷ এয়ার ইন্ডিয়া বোয়িং থেকে 34 বিলিয়ন মার্কিন ডলারে 220টি বিমান কিনবে বলে জানা গিয়েছে (Air India to buy Boeing aircraft)৷ আরও 70টি বিমান কেনার পরিকল্পনা রয়েছে এয়ার ইন্ডিয়ার ৷ এর ফলে মোট লেনদেনের মূল্য বেড়ে 45.9 বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়াতে পারে ৷ এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঐতিহাসিক বলে ব্যাখা করেছেন ।

বিমান কেনার বিষয়টি মঙ্গলবার প্রকাশ্যে আসে ৷ এদিন এয়ার ইন্ডিয়া এবং এয়ারবাস তাদের ল্যান্ডমার্ক চুক্তির ঘোষণা করে ৷ জানা গিয়েছে, এই চুক্তির অংশ হিসাবে এয়ার ইন্ডিয়া এয়ারবাস থেকে 250 বিমান কিনতে চলেছে । এই বিষয়ে বাইডেন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র উৎপাদনে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে এবং দেবেও । এয়ার ইন্ডিয়া এবং বোয়িং-এর মধ্যে এটি একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে বলে তিনি জানান ৷

মার্কিন প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, ভারত আমেরিকায় তৈরি 200টিরও বেশি বিমান কিনছে ৷ এটা গর্বের বিষয় । এই লেনদেনের টাকা আমেরিকার 44টি রাজ্যে এক মিলিয়নেরও বেশি মানুষের চাকরিতে সাহায্য করবে । অনেকেরই চাকরির জন্য চার বছরের কলেজ ডিগ্রির প্রয়োজন হবে না ৷ এই ঘোষণাটি আমেরিকা-ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বের শক্তিকেও প্রতিফলিত করে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমি আমাদের অংশীদারিত্বকে আরও গভীর করার অপেক্ষায় রয়েছি ৷ কারণ আমরা বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করছি একসঙ্গে ৷ বাইডেন জানান, সকল নাগরিকের জন্য আরও নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যত তৈরি করাই তাঁদের লক্ষ্য ৷

হোয়াইট হাউসের একটি ঘোষণা অনুসারে, এয়ার বাস এবং এয়ার ইন্ডিয়া একটি চুক্তিতে সাক্ষর করেছে ৷ যার অধীনে এয়ার ইন্ডিয়া 190টি বি737 ম্যাক্স, 20টি বি787 এবং 10টি বি777এক্স মোট 220টি বিমান কিনবে ৷ এর মূল্য মার্কিন ডলারে 34 বিলিয়ন ৷ এই চুক্তিতে অতিরিক্ত 50টি বোয়িং 737 ম্যাক্স এবং 20টি বোয়িং 787 মিলিয়ে মোট 290টি বিমান কিনতে পারবে এয়ার ইন্ডিয়া ৷ যার মূল্য মোট 45.9 বিলিয়ন মার্কিন ডলার । এয়ার ইন্ডিয়ার এই চুক্তি ডলারের মূল্যে বোয়িংয়ের তৃতীয় বৃহত্তম বিক্রয় বলে জানা গিয়েছে ৷ বিমানের বিক্রির সংখ্যার দিক থেকে দ্বিতীয় ।

এর আগে মঙ্গলবার টাটা গোষ্ঠীর প্রধান এন চন্দ্রশেখরণ একটি ভার্চুয়াল ইভেন্টে এয়ার ইন্ডিয়া এবং এয়ারবাসের মধ্যে চুক্তির কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওই ইভেন্টে উপস্থিত ছিলেন ৷ এই চুক্তিকে যুগান্তকারী বলে ব্যাখা করেন প্রধানমন্ত্রী ৷ এয়ার ইন্ডিয়া 210টি ন্যারো বডি প্লেন এবং 40টি ওয়াইড বডি-সহ 250টি জেট এয়ারবাসের থেকে কিনতে চলেছে বলে চন্দ্রশেখরণ জানান ।

আরও পড়ুন:250 বিমান কিনতে এয়ার ইন্ডিয়া-এয়ারবাসের চুক্তিকে যুগান্তকারী বললেন প্রধানমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details