ওয়াশিংটন, 15 ফেব্রুয়ারি: দ্বিতীয় এভিয়েশন চুক্তি করল টাটা ৷ এয়ার ইন্ডিয়া বোয়িং থেকে 34 বিলিয়ন মার্কিন ডলারে 220টি বিমান কিনবে বলে জানা গিয়েছে (Air India to buy Boeing aircraft)৷ আরও 70টি বিমান কেনার পরিকল্পনা রয়েছে এয়ার ইন্ডিয়ার ৷ এর ফলে মোট লেনদেনের মূল্য বেড়ে 45.9 বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়াতে পারে ৷ এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঐতিহাসিক বলে ব্যাখা করেছেন ।
বিমান কেনার বিষয়টি মঙ্গলবার প্রকাশ্যে আসে ৷ এদিন এয়ার ইন্ডিয়া এবং এয়ারবাস তাদের ল্যান্ডমার্ক চুক্তির ঘোষণা করে ৷ জানা গিয়েছে, এই চুক্তির অংশ হিসাবে এয়ার ইন্ডিয়া এয়ারবাস থেকে 250 বিমান কিনতে চলেছে । এই বিষয়ে বাইডেন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র উৎপাদনে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে এবং দেবেও । এয়ার ইন্ডিয়া এবং বোয়িং-এর মধ্যে এটি একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে বলে তিনি জানান ৷
মার্কিন প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, ভারত আমেরিকায় তৈরি 200টিরও বেশি বিমান কিনছে ৷ এটা গর্বের বিষয় । এই লেনদেনের টাকা আমেরিকার 44টি রাজ্যে এক মিলিয়নেরও বেশি মানুষের চাকরিতে সাহায্য করবে । অনেকেরই চাকরির জন্য চার বছরের কলেজ ডিগ্রির প্রয়োজন হবে না ৷ এই ঘোষণাটি আমেরিকা-ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বের শক্তিকেও প্রতিফলিত করে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমি আমাদের অংশীদারিত্বকে আরও গভীর করার অপেক্ষায় রয়েছি ৷ কারণ আমরা বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করছি একসঙ্গে ৷ বাইডেন জানান, সকল নাগরিকের জন্য আরও নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যত তৈরি করাই তাঁদের লক্ষ্য ৷