সান ফ্রান্সিসকো, 21 অগস্ট: আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যা শিল্পকর্ম করা হবে, তার কোনও কপিরাইট থাকবে না ৷ সম্প্রতি এই নির্দেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক ৷ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসের তরফে একই নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই নির্দেশকেই ওই বিচারক বেরিল হাওয়েল তাঁর আদেশে বহাল রেখেছেন ৷
সংবাদসংস্থাকে হলিউড রিপোর্টারের তরফে এই খবর জানানো হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে এই নির্দেশ দিতে গিয়ে বিচারক বেরিল হাওয়েল আরও জানিয়েছেন, মানুষের অনুপস্থিতিতে নতুন ধরনের কোনও কাজের সত্ত্ব ধরে রাখার মতো রক্ষাকবচ এখনও কপিরাইট আইনে নেই ৷
কম্পিউটার বিজ্ঞানী স্টিফেন থ্যালার আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের মাধ্যমে একটি ছবি তৈরি করেন ৷ সেই ছবির সত্ত্বের জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কপিরাইট অফিসে আবেদন জানান ৷ কিন্তু আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স দিয়ে তৈরি হওয়ার কাজের সত্ত্ব নথিভুক্ত করতে মার্কিন প্রশাসন অস্বীকার করেছিল ৷ সেই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কম্পিউটার বিজ্ঞানী স্টিফেন থ্যালার ৷ সেই আবেদনই প্রত্যাখ্যান করে দিয়েছে আদালত ৷